Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন মেসি!


২০ জুন ২০২০ ১২:৩৬

করোনাভাইরাসের মধ্যে ফুটবলে ফিরে দুর্দান্তই খেলছিলেন লিওনেল মেসি। দীর্ঘ তিন মাস পর ফিরেই রিয়াল মায়োর্কার বিপক্ষে এক গোল করেছিলেন, করিয়েছিলেন আরও দুটি। পরের ম্যাচে লেগানেসের বিপক্ষেও গোল পেয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক। তবে শুক্রবার (১৯ জুন) রাতটা মোটেও ভালো কাটল না। সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে গোল তো পাননিই, বাজে একটা অভিজ্ঞতাও হয়েছে আর্জেন্টিনা সুপারস্টারের।

মেসিকে বোতলবন্দি করে রাখার চেষ্টায় কাল পুরোপুরি সফল সেভিয়ার রক্ষণভাগ। বার্সেলোনা অধিনায়ক একদমই সুবিধা করতে পারেননি। এতেই হয়তো মেজাজটা আর ধরে রাখতে পারলেন না। লাল কার্ডের মুখে পড়েছিলেন বার্সেলোনা সুপারস্টার। শুরুটা অবশ্য সেভিয়ার ফুটবলাররাই করেছেন। ঘটনা প্রথমার্ধের যোগকরা সময়ের।

বিজ্ঞাপন

বল নিয়ে ছুটছিলেন মেসি। পাশ দিয়ে দৌড়াতে থাকা লুইস সুয়ারেজকে ফেলে দেন সেভিয়ার এক ডিফেন্ডার। রেফারি সঙ্গে সঙ্গেই ফাউলের বাঁশি বাজিয়ে দেন। তবুও ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিয়েগো কার্লোস ট্যাকল করেন মেসিকে। এমন ঘটনার মুখে অতীতে বহুবারই পড়তে হয়েছে মেসিকে। তবে অন্যদিনের মতো কাল মেজাজ আর ধরে রাখতে পারলেন না।

দু-পা এগিয়ে এসে গলা ধরে ধাক্কা মারেন কার্লোসকে। মেসির ক্ষেত্রে যা একেবারেই বিরল। পরিস্থিতির সদ্ব্যবহারে মাঠে দ্রুতই শুয়ে পড়েন কার্লোস। সেভিয়ার ফুটবলাররা লাল কার্ডের দাবিতে রেফারিকে ঘিরে ধরেন। দুদলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কিও হলো অনেকক্ষণ। মেসিকে অবশ্য কার্ড দেখানো হয়নি। ধাক্কাধাক্কির জেরে হলুদ কার্ড পেয়েছেন সেভিয়ার ফার্নান্দো ও বার্সার সার্জিও বুসকেটস।

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন ‘মেসি কীভাবে লাল কার্ড দেখলেন না।’

বার্সেলোনা বনাম সেভিয়া লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর