Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ফাইনাল পাতানোর অভিযোগের প্রমাণ চান সাঙ্গাকারা


১৯ জুন ২০২০ ১৪:১২

রীতিমতো বোমা ফাটিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুতগামাগে। লঙ্কান মন্ত্রীর অভিযোগ, ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে ইচ্ছা করে ভারতের বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে বিভিন্ন কথা উঠছে। তৎকালিন শ্রীলঙ্কা দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ চাইলেন।

মাহিন্দানন্দ বলেছিলেন, এই ঘটনায় ক্রিকেটারদের দোষ দিচ্ছি না তবে ঘটনা সত্যি। কিন্তু ম্যাচ পাতানোর মতো ঘটনা ঘটলে কোনো না কোনো ক্রিকেটারকে নিশ্চিতভাবেই সেটা জানতে হবে। স্বাভাবিক সেই চিন্তাতেই হয়তো চুপ থাকতে চাইলেন তৎকালিন লঙ্কান অধিনায়ক সাঙ্গাকারা। সম্প্রতি নিউজ ফার্স্টকে দেওয়া সাক্ষাৎকারে সাঙ্গা বলেছেন, ‘এ নিয়ে আগে তদন্ত করা হোক, তাহলেই আর এ নিয়ে অযথা জল্পনা কল্পনা করতে হয় না। এখন সেটাই হবে সবচেয়ে ভালো পদক্ষেপ।’

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ফাইনালে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করা মাহেলা জয়াবর্ধনে পুরো ব্যাপারটাকে হাস্যকর বলেছেন। সাবেক লঙ্কান অধিনায়ক টুইট করেন, ‘সামনে কী নির্বাচন আসছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়েছে। নাম আর প্রমাণ কই?’ জয়াবর্ধনের টুইটের জবাবে সাঙ্গা লিখেন, ‘তার উচিৎ ওনার কাছে থাকা “প্রমাণ” আইসিসি ও দুর্নীতি বিরোধী কমিশনের কাছে নেওয়া, যাতে ঠিকভাবে তদন্ত করা হয়।’

বর্তমানে শ্রীলঙ্কার নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মাহিন্দানন্দ আলুতগামাগে বলেছিলেন, ‘আমি দেশের স্বার্থে বিস্তারিত কিছু বলতে চাই না। ২০১১ সালে ভারতের বিপক্ষে আমরা জিততেই পারতাম কিন্তু ম্যাচটা পাতানো হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে এ কথা বলছি, এবং এ নিয়ে বিতর্ক হলেও আমি কথা বলতে প্রস্তুত। মানুষ এ নিয়ে চিন্তিত। আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে দলের কিছু অংশ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।’

বিজ্ঞাপন

মুম্বাইয়ের ওয়েংখেডে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মহেলা জয়বর্ধনের ১০৩ ও কুমার সাঙ্গাকারার ৪৩ রানের ওপর ভর করে ২৭৪ রানের সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। ৩১ রানে দুই ওপেনারকে হারালেও ভারত পরে ৬ উইকেট আর ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে। ভারতের পক্ষে গৌতম গম্ভির ৯৭ ও মহেন্দ্র সিং ধোনি ৯১ রান করে অপরাজিত ছিলেন।

২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল কুমার সাঙ্গাকারা ম্যাচ পাতানোর অভিযোগ শ্রীলংকা বনাম ভারত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর