Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে ‘গুরুতর’ অভিযোগ


১৮ জুন ২০২০ ২৩:০৭ | আপডেট: ১৮ জুন ২০২০ ২৩:২৩

২০১১ সালের বিশ্বকাপ জয় সম্ভবত ভারতীয় ক্রিকেটের সেরা সাফল্য। নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপ জিতে পুরো ভারতকে উল্লাসে মাতিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। ভারতীয়দের অবিস্মরণীয় সেই অর্জন বিষয়ে গুরুতর প্রশ্ন তুললেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগে। ফাইনাল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী।

মুম্বাইয়ের ওয়েংখেডে স্টেডিয়ামে বিশ্বকাপ নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে ২৭৪ রান তুলেছিল ভারত। ৩১ রানের মধ্যে দুই ওপেনার বীরেন্দ্রন শেবাগ ও শচীন টেন্ডুলকারকে হারানো ভারত লক্ষ্য পেরিয়ে যায় ৬ উইকেট আর ১২ বল হাতে রেখেই। সেই সময় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা আলুথাগমাগে বলছেন, ‘বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!’

বিজ্ঞাপন

সিরিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ বলছি আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি। ২০১১ তে আমরা জয়ের পথেই ছিলাম কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করেছি। মনে হচ্ছে এখন এটা নিয়ে কথা বলা যায়, খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে কিছু জায়গা জড়িত ছিল।’

২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা আলুথাগমাগে এখন নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল নিয়ে অবশ্য আগেও অনেকবার প্রশ্ন উঠেছে। শ্রীলঙ্কার বর্তমান যোগাযোগমন্ত্রী ও দেশটির সাবেক অধিনায়ক বরাবরই ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে প্রশ্ন তুলেছেন।

সেই ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা রানাতুঙ্গা একবার বলেছিলেন, ‘(ফাইনালে) হারের পর মেজাজ খিচড়ে গিয়েছিল। সন্দেহ হচ্ছিল। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কী হয়েছিল সেটা অবশ্যই তদন্ত করা উচিত। সব এখন বলতে পারছি না। তবে একদিন বলব। অবশ্যই তদন্ত হওয়া উচিত।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী