Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে ফিরতে প্রস্তুত মিঠুন তবে..


১৬ জুন ২০২০ ১৩:৩১ | আপডেট: ১৬ জুন ২০২০ ১৩:৩৭

দিন যত যাচ্ছে দেশের করোনা পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। রাত পোহালেই নতুন নতুন আক্রান্ত ও মৃত্যুর খবরে ভারী হয়ে উঠেছে দেশের বাতাস। কোথাও যেন বিন্দুমাত্র স্বস্তি নেই। টেকনাফ থেকে তেতুলিয়া সর্বত্রই আজ ত্রাহি ত্রাহি অবস্থা। শপ্ত এই মহামারি থেকে কবে পরিত্রাণ মিলবে সেই সুসংবাদটি কেউই দিতে পারছে না। তবুও দেশ থেমে নেই। সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনেই ছুটে চলেছে। দেশের অর্থনীতির চাকা সচল করতে গত ৩১ মে সাধারণ ছুটি উঠিয়ে নেয় সরকার। স্বাভাবিক কর্মকান্ডে ফিরে গেছে ১৭ কোটির এই ছোট্ট ব-দ্বীপ। সঙ্গত কারণেই নিজ পেশায় ফিরে যেতেও বিন্দু মাত্র আপত্তি নেই মোহাম্মদ মিঠুনের। বরং সেই তাগিদটা তার ভেতরে প্রবলই মনে হলো। তবে তা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হতে হবে।

বিজ্ঞাপন

যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করে এবং প্লেয়ারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বিসিবি যদি এই মুহুর্তেও ক্রিকেট ফেরায় তাহলেও এর চাইতে ভাল নাকি আর কিছুই হতে পারে না বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

মঙ্গলবার (১৬ জুন) সারাবাংলাকে তিনি এতথ্য দিলেন।

মিঠুন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে স্বাস্থবিধি মেনে যদি ক্রিকেট ফেরানো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। অবশ্যই খেলতে চাই তবে স্বাস্থ্য বিধি মেনে। আমি কখনোই চাইব না যে কেউ আক্রান্ত হোক। আমি মনে করি স্বাস্থ্য বিধি মেনে এই মুহুর্তে যদি খেলা ফেরানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না।’

বাংলাদেশ 'এ'

জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সিরিজের বিষয়টিও বেশ ভালো করেই মাথায় রেখেছেন লাল সবুজের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সিরিজটি খেলতে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে সে সম্পর্কেও তিনি সম্যক অবগত। যেহেতু শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি মোটেও উদ্বেগজনক নয়, সেহেতু লঙ্কাভিযানে যাওয়া নিয়ে তারও আগ্রহের কমতি নেই। তবে করোনার সংক্রমণের ক্রম উর্ধ্বগতি দেখে কখনো কখনো তিনি শঙ্কিত হয়ে পড়েন। আবার যখন ভাবেন যদি বিসিবি তাদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা দেয় তাহলে আর ক্ষতি কি?

‘অবশ্যই খেলতে চাই তবে স্বাস্থ্য বিধি মেনে। বিসিবি সেই নিশ্চয়তা দিলে আমি বা আমাদের কারোরই আপত্তি থাকার কথা নয়। তাছাড়া আজ হোক কাল হোক খেলতে তো আমাদের হবেই। এটাই আমাদের পেশা।’

ক্রিকেটে ফিরবেন টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাঠে ফিরবেন মোহাম্মদ মিঠুন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর