Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যের কথামতো ক্রিকেট ছাড়ব না: হাফিজ


১৬ জুন ২০২০ ১৩:২৫

মোহাম্মদ হাফিজ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালের ডিসেম্বরে। গত ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে দলে জায়গা মিলেনি। অর্থাৎ আপাতত টি-টোয়েন্টি দিয়েই টিকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। এদিকে, অক্টোবরে ৪০’শে পা দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ফলে হাফিজের অবসর আলোচনা পাকিস্তানে ইদানিং নিয়মিতই চলছে। ধুম ধারাক্কা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ৪০ বছর বয়সটা যে বড্ডই বেমানান। রমিজ রাজা গলা ফাটাচ্ছেন অনেক আগ থেকেই। তবে হাফিজ বললেন, কারও কথাতে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেবেন না। ক্রিকেট ছাড়বেন নিজের সিদ্ধান্তেই।

বিজ্ঞাপন

আসন্ন ইংল্যান্ড সফরের দলে শোয়েব মালিকের সঙ্গে মোহাম্মদ হাফিজও পাকিস্তান দলে জায়গা পেয়েছেন। টি-টোয়েন্টি দলে দুই সিনিয়র ক্রিকেটারের সুযোগ পাওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, শোয়েব-হাফিজের উচিৎ অবসর নেওয়া।

জবাবে ইংল্যান্ড সফরের প্রস্তুতির ফাঁকে ভিডিও কনফারেন্স সাক্ষাৎকারে রমিজকে ‘বন্ধু’ বলেও সন্মোধন করেছেন হাফিজ, ‘রমিজ ভাই আমার বন্ধু। সবারই অধিকার আছে নিজের মতামত দেওয়ার। তবে কেউ একজন বলেছে বলেই আমি ক্রিকেট ছাড়ব না, যেমন কারও কথায় খেলা শুরুও করিনি। পাকিস্তানের হয়ে খেলা আমার জন্য সম্মানের। ২০০৩ সালে যখন আমি শুরু করেছিলাম, তখনও অনেকে বলেছে যে হাফিজ টিকতে পারবে না, কারণ আমি খুব ছোট এক শহর থেকে উঠে এসেছি। গত ১৭ বছরে দলে আমার জায়গার প্রতি সুবিচার করে এসেছি এবং আশা করি এবারও করব। আমি স্রেফ এটুকুই বলব, আমার ক্যারিয়ার, আমার পছন্দ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন হাফিজ। কিন্তু করোনাভাইরাসের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক সময়ে হওয়া নিয়ে বড় শঙ্কা। পাকিস্তানি তারকা আভাস দিলেন বিশ্বকাপ পিছিয়ে গেলে তার অবসরও পিছিয়ে যাবে।

হাফিজ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেওয়া নিয়ে আমি অনেক ভেবেছি। টেস্ট ক্রিকেট থেকে যেমন অবসর নিয়েছি, এখানেও সেভাবে নিজের চাওয়ায় ছাড়তে চাই। নিজের লক্ষ্য ও পাকিস্তান ক্রিকেটের প্রয়োজন মিলিয়েই সিদ্ধান্ত নিয়েছি। একটি বড় টুর্নামেন্ট খেলে এবং জয়ীর বেশে টি-টোয়েন্টি ছাড়তে চাই। এটিই আমার পরিকল্পনা। বিশ্বকাপ যদি নভেম্বরে বা আরও পিছিয়ে যায়, তার মানে এই নয় যে আমি খেলব না।’

বিজ্ঞাপন

অবসর পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর