Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পাঁচ ক্রিকেটারকে ডোপিং অ্যাজেন্সির নোটিশ


১৪ জুন ২০২০ ২১:৪৮

সময় মতো প্রয়োজনীয় তথ্য প্রদানে ব্যর্থ হওয়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ পাঁচ ক্রিকেটারকে নোটিশ পাঠিয়েছে মাদক বিরোধী সংস্থা (এনএডিএ)। তথ্য প্রদানের ব্যর্থতার শাস্তির আওতায় পড়ে কিনা তা পর্যালোচনা করে দেখবে এনএডিএ।

মাদকবিরোধী সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর নিজের অবস্থানের হালনাগাদ জানাতে হয় খেলোয়াড়দের। এতে ব্যর্থ হওয়াতেই নোটিশ পেয়েছেন পাঁচ ক্রিকেটার। পাঁচ ক্রিকেটারের মধ্যে পুরুষ দলের তিনজন, নারী দলের দুজন। পুরুষ তিনজন হলেন চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। আর নারী দুই ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, পাসওয়ার্ড সংক্রান্ত ভুলের কারণেই সমস্যাটা হয়েছে।

বিজ্ঞাপন

এনএডিএ’র মহাপরিচালক নবীন আগারওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তারা (বিসিসিআই) আমাদের একটা ব্যাখ্যা দিয়েছে যেটা গ্রহণযোগ্য মনে হচ্ছে, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বলেছে, এডিএএমের (তথ্য দেওয়ার পদ্ধতি) পাসওয়ার্ডে একটু কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এখন সে সমস্যার সমাধান হয়েছে।’ নবীন আগারওয়াল আরও বলেছেন, এনএডিএ বিসিসিআই’র ব্যাখ্যা পর্যালোচনা করে দেখবেন।

মাদকবিরোধী সংস্থার নিয়ম অনুযায়ী নিয়মিত তথ্য দিতে ব্যর্থ হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। টানা তিনবার এই অপরাধ করলে দুই বছর পর্যন্ত নিষিদ্ধের বিধান আছে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই কারণেই।

নোটিশ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) ভারতীয় পাঁচ ক্রিকেটার