ফেরাটা বড় জয় দিয়ে উদযাপন মেসিদের
১৪ জুন ২০২০ ০৩:৫৮ | আপডেট: ১৪ জুন ২০২০ ০৪:০০
করোনাভাইরাসের মধ্যবর্তী সময়েই ১১ মার্চ মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগা। আর নতুন করে শুরুর দু’দিন পর শনিবার (১৩ জুন) দিবাগত রাত ২টায় (রোববার, ১৪ জুন) মায়োর্কার বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ফেরার ম্যাচেই ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচে এক গোল করেন মেসি এবং সেই সঙ্গে আরও দু’টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।
দীর্ঘ তিন মাস পর আবারও মাঠে লিওনেল মেসিরা। আর তাই তো এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ছড়াচ্ছিল। তবে ম্যাচের শুরুতেই স্প্যানিশ ফুলব্যাক জর্দি আলবার ক্রস থেকে মাথা ছুঁইয়ে বার্সাকে লিড এনে দেন চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ফেরার ম্যাচে গোল করতে ভিদাল সময় নেন মাত্র ৬৫ সেকেন্ড।
প্রথম গোলের পরেই ক্ষান্ত হয়নি বার্সেলোনা। আক্রমণের ধার ক্রমশই বাড়াতে থাকে কিকে সেতিয়েনের শিষ্যরা। এদিকে পুনরায় অনুশীলনে ফেরার পর ইনজুরিতে পড়েন মেসি। গুঞ্জন উঠেছিল তাকে দেখা যাবে না মায়োর্কার বিপক্ষের ম্যাচে। তবে সঠিক সময়ে সুস্থ হয়ে মাঠে মেসি। আর দলকে প্রথমার্ধেই দুই গোলের লিড এনে দেওয়ার গোলটি আসে মেসির অ্যাসিস্ট থেকেই।
মায়োর্কার ডি বক্সের ভেতর দুই ডিফেন্ডার মেসিকে চেপে ধরলে মাথা দিয়ে কোনো রকমে বল ঠেলে দেন কার্লোস ব্র্যাথওয়েটের দিকে। আর গোলবারের থেকে ১২ গজ দূরে দাঁড়িয়ে থাকা ব্র্যাথওয়েটের বুলেট শটে বিরতির আগেই ২-০’তে এগিয়ে বার্সা। প্রথমার্ধে অবশ্য বার্সার ডিফেন্সকে বেশ ভুগিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে মায়োর্কাতে খেলতে আসা টাকেফুসো কুবো। এক সময় বার্সেলোনার একাডেমিতে খেললেও ২০১৯ সালে জাপান থেকে তাকে স্পেনে উড়িয়ে আনে রিয়াল মাদ্রিদ। আর এই মৌসুমেই ধারে পাঠিয়ে দেয় মায়োর্কাতে।
গত জানুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচারের পরে ঘরে বসেই সেরে ওঠার কাজ সারছিলেন তিনি। ফেরার ম্যাচে যদিও শুরু থেকে খেলেননি সুয়ারেজ, ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এই উরুগুইয়ান। দ্বিতীয়ার্ধে মায়োর্কা দুর্দান্ত কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৭৯ মিনিটে জর্দি আলবা গোল করে কাতালান ক্লাবের লিড ৩-০ করেন।
অন্যদিকে গোলের দেখা না পেলেও দলের দুই গোলের সঙ্গে জড়িত ছিলেন লিওনেল মেসি। দলের ২য় গোলে ব্র্যাথওয়েটকে এবং ৩য় গোলে জর্দি আলবাকে অ্যাসিস্ট করেন মেসি। ম্যাচের ৯৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্কোর শিটে নাম লেখান লা লিগার এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। আর তাতেই ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
মাঠে ফেরার আগে লিগ লিডার বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। আর এক ম্যাচ বেশি খেলে এই ম্যাচ জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল কাতালান ক্লাবটি। অবশ্য রিয়ালের সামনে রোববার (১৪ জুন) রাতেই থাকছে এই ব্যবধান কমিয়ে আবারও ২ পয়েন্ট করার। রাতে এইবারের বিপক্ষে সাড়ে ১১টায় মাঠে নামবে লস ব্ল্যাঙ্কোসরা।