Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টে ফিরতে প্রস্তুত ওয়াহাব


১৩ জুন ২০২০ ১২:৩৯

রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ বাড়াতে টেস্ট থেকে বিরতি নিয়েছিলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। কয়েক মাসের বিরতি শেষে বাঁহাতি পেসার আবারও টেস্টে ফিরতে প্রস্তুত। বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল হক।

গত সেপ্টেম্বরে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ওয়াহাব। বিষয়টি নিয়ে বেশ ভালোই হইচই উঠেছিল। তার কয়েক মাস আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের আরেক তারকা পেসার মোহাম্মদ আমির। হঠাৎ দুই অভিজ্ঞ পেসারের টেস্ট ছাড়ার বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তি থেকে ছেটে ফেলা হয় দুজনকেই। সাবেকরা আমির-ওয়াহাবের সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

তবে ফিরে আসতে বেশি সময় নিলেন না ওয়াহাব। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। এই সফরের জন্য শুক্রবার ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। দলে আমিরের নাম না থাকলেও ওয়াহাব রিয়াজের নাম রয়েছে।

পরে মিসবাহ- উল হক গণমাধ্যমকে বলেছেন, ‘টেস্টে ফেরার বিষয়ে ওয়াহাবের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, প্রয়োজন পড়লে ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত আছে সে।’

অবশ্য টেস্ট থেকে বিরতি নেওয়ার সময় দলে নিয়মিত ছিলেন না বাঁহাতি পেসার। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৮ সালের অক্টোবরে। সব মিলিয়ে ২৭ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৮৩টি।

ইংল্যান্ড সফরের মধ্যদিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে করোনা আতঙ্কের মধ্যে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে সিরিজের আগে দেশে অনুশীলনের সুযোগ মিলছে না। পাকিস্তানি ক্রিকেটাররা সিরিজ শুরুর আগে অনুশীলন করবেন সরাসরি ইংল্যান্ডে গিয়ে। মিসবাহ বলছেন, এতে সমস্যায় পড়তে হতে পারে পেসারদের।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং প্রধান কোচ বলেন, ‘আশা করি, প্রথম টেস্টের আগে ইংল্যান্ডে ট্রেনিং ক্যাম্প ও অনুশীলন ম্যাচের জন্য পাঁচ সপ্তাহের যে সময়টা আমরা পাব, তাতে বোলাররা বল উজ্জ্বল করতে লালা ব্যবহার না করা, উইকেট পাওয়ার পর উদযাপন এড়িয়ে যাওয়ার মতো নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। তিন মাস কোনো ক্রিকেট না খেলে অথবা নেটে বোলিং না করে ছন্দ ফিরে পাওয়া পেস বোলারদের জন্য মোটেই সহজ নয়।’

উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে ১০জন পেসার রেখেছেন মিসবাহ।

ওয়াহাব রিয়াজ টেস্ট ক্রিকেট পাকিস্তানি ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর