Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে ফুটবল ফেরার দিনে ফাইনালে জুভেন্টাস


১৩ জুন ২০২০ ১১:৫১

করোনাভাইরাসের কারণে ইতালিতে ফুটবল বন্ধ ছিল সেই মার্চের প্রথমভাগ থেকে। তিন মাসের বেশি সময় পর করোনা আতঙ্কের মধ্যেই শুক্রবার রাতে (১২ জুন) দেশটিতে পুনরায় ফুটবল ফিরেছে। কোপা ইতালিয়ানের সেমিফাইনালে এসি মিলানের মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে। রোনালদোর পেনাল্টি মিসের খেসারতে ম্যাচটা শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হলেও ফাইনাল পৌঁছেছে তুরিনের বুড়িরা।

করোনা প্রকোপের আগে সেমিফাইনালের প্রথম লেগে মিলানের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্টাস। মূল্যবান সেই অ্যাওয়ে গোলটা এসেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পা থেকেই আর তাতেই ফাইনাল নিশ্চিত জুভেদের।

বিজ্ঞাপন

অবশ্য ফাইনালে পৌঁছুতে অ্যাওয়ে গোলের প্রয়োজন পড়ার কথা ছিল না জুভেন্টাসের। কাল সেমির দ্বিতীয় লেগে ম্যাচের বয়স যখন মাত্র ১৫ মিনিট পেনাল্টি পেয়ে যায় জুভেন্টাস। স্বাভাবিকভাবেই পেনাল্টি নিতে গিয়েছিলেন রোনালদো। কিন্তু মাস তিনেক ঘরে বসে থেকে পায়ে মরচে ধরেছে কিনা পর্তুগাল সুপারস্টার শট মেরে দিলেন পোস্টে। পরের মিনিটে বড় ধাক্কা খায় মিলান।

বল দখলের লড়াইয়ে জুভেন্টাসের দানিলোর মুখে কুংফু ভঙ্গিতে পা চালিয়ে দেন মিলানের রেবিচ। ক্রোয়েশিয়ান তারকাকে লাল কার্ড দিতে দেরি করেননি রেফারি। বাকি সময়ে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে এসি মিলানকে। তবুও গোল আদায় করতে পারেননি রোনালদো-দিবালা-কস্তারা।

১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণ ছেড়ে বেরুতে অনীহা দেখাচ্ছিল মিলান। বহু চেষ্টা করেও পাকেতা-চালানোলুদের জমাট রক্ষণ ভাঙতে পারেননি রোনালদো-কস্তারা। মাঝে কয়েক বার প্রতিআক্রমণে ভয় ধরিয়ে দিয়েছিল সফরকারী দলটি। ভাবুন, যদি একটা গোল আদায় করতে পারত দলটি! পেনাল্টি মিসের জন্য তবে বড্ডই পস্তাতে হতো রোনালদোকে।

বিজ্ঞাপন

রোববার (১৪ জুন) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নাপোলি ও ইন্টার মিলান। এই দুই দলের মধ্যে জয়ী দলের সঙ্গে আগামী ১৭ জুন ফাইনাল খেলবে জুভেন্টাস।

ইতালিতে ফুটবল ফিরল কোপা ইতালিয়া ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বনাম এসি মিলান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর