বার্সা কোচের ওপর চটেছেন রিভালদো
১২ জুন ২০২০ ১৬:২০ | আপডেট: ১২ জুন ২০২০ ১৬:২৬
করোনাভাইরাস কালে ফুটবল ম্যাচে পাঁচ বদলির সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলায় বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের ওপর চটেছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রিভালদো। বার্সা কোচের আপত্তি মানতে পারছেন না রিভালদো।
করোনাকালের ফুটবলে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ফুটবলারদের। ভাইরাসটির প্রকোপে দীর্ঘদিন অনুশীলনের বাইরে ছিলেন ফুটবলাররা। সবাই শরীরিরকভাবে আগের মতো চাঙ্গা আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এর মধ্যে দ্রুত মৌসুম শেষের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে ব্যস্ত সূচি। দুইয়ে মিলে খেলোয়াড়দের চোটে পড়ার শঙ্কা বেড়েছে বলে মনে করা হচ্ছে। এই শঙ্কা কমাতে তিন জনের বদলে পাঁচ জন বদলির নিয়ম করা হয়েছে। বার্সা কোচ এই নিয়মে আপত্তি তুলেছিলেন।
কিকে সেতিয়েন বলেছিলেন, ম্যাচের শেষভাগে প্রতিপক্ষের ক্লান্ত হওয়ার সুযোগ নিয়ে ঘুড়ে দাঁড়াতে পারত বার্সেলোনার মতো দলগুলো। কিন্তু পাঁচ বদলির নিয়মে এই সুযোগটা ঠিকভাবে নেওয়া যাবে না। রিভালদোর আপত্তি এই কথাতেই।
২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রিভালদো বলেন, ‘পাঁচ বদলি নিয়ে সেতিয়েনের অভিযোগের সঙ্গে আমি একমত নই। ফুটবল ম্যাচ ৯০ মিনিটের হয়। আর বার্সেলোনার উচিত ম্যাচের শুরু থেকেই জেতার চেষ্টা করা।’
পাঁচ বছর বার্সেলোনায় খেলা রিভালদো বলেন, ‘বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অবশ্যই ম্যাচের শুরু থেকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আর তারা চাইলে তো ম্যাচের ৪৫ মিনিটের মধ্যে খেলার ফলাফল নিজেদের করে নিতে পারে।’
নতুন নিয়ম সব দলকে একই সুবিধা দেবে মনে করছেন রিভালদো, ‘পাঁচ বদলির নিয়ম কিছু দলকে বাদে অন্যদের সুবিধা দেবে, আমি এমনটি মনে করি না। কারণ সব দলের জন্যই খেলোয়াড় পরিবর্তনের নিয়ম একই থাকবে। আমি মনে করি, এই নিয়ম সব দলের জন্যই অনেক ইতিবাচক হবে। কারণ খেলোয়াড়রা এখনো নিজেদের সেরা অবস্থায় ফিরতে পারেনি। এই নিয়মের কারণে যেকোনো দলের কোচই নিজের স্কোয়াড নিয়ে আরও সহজে কাজ করতে পারবেন। বড় ক্লাবগুলোর কোনো সমস্যাই হওয়ার কথা নয়।’
উল্লেখ্য, ৯৩ দিন পর গতকাল বৃহস্পতিবার (১১ জুন) থেকে মাঠে ফিরেছে স্প্যানিশ লা লিগা। বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী শনিবার। রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।