Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্লবের পাশে বিসিবি


১১ জুন ২০২০ ২০:০৮ | আপডেট: ১১ জুন ২০২০ ২০:১১

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তরুণ সদস্য আমিনুল ইসলাম বিপ্লবে বাবা আব্দুল কুদ্দুস। বলার অপেক্ষাই থাকছে না সময়টা মোটেও বিপ্লবের অনুকূলে নয়। এমতাবস্থায় তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী প্রতিনিয়তই ফোনে বিপ্লবের কাছ থেকে তার বাবার খবর জেনে নিচ্ছেন, দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। শুধু দেবাশীষ চৌধুরী নন, লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার সংশ্লিষ্ট আরো অনেকেই তার বাবার খবরাখবর নিচ্ছেন এবং করণীয় জানাচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মুঠোফোনে সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন বিপ্লব নিজেই।

তিনি জানালেন, ‘বিসিবি থেকে সবাই খবর নিচ্ছেন। দেবাশীষ স্যার ফোন করে জানতে চাচ্ছেন কি অবস্থা। প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন।’

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন টাইগার লেগ স্পিনার আমিনুল ইসলামের বাবা আব্দুল কুদ্দুস।

আমিনুল ইসলাম বিপ্লব বাবা অসুস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপ্লবের পাশে বিসিবি