Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলা না হলে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দাবি অ্যাটলেটিকোর


১১ জুন ২০২০ ২০:০৪ | আপডেট: ১৩ জুন ২০২০ ১২:১১

করোনাভাইরাসের বাধা পেরিয়ে আবারও জমে উঠছে ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগগুলো। জার্মান বুন্দেসলিগা শুরু হয়েছে মাস খানেক হলো। আজ বৃহস্পতিবার রাতে (১১ জুন) মাঠে গড়ানোর কথা স্প্যানিশ লা লিগা। কদিনের মধ্যে পুনরায় মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ আর ইতালিয়ান সিরি ‘আ’ লিগও। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টটির এবারের মৌসুমে এখনো বেশ কিছু ম্যাচ বাকি। করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হওয়ার আগে শেষ ১৬’র খেলা অধিকাংশই শেষ হয়েছিল। বাকি ছিল কেবল দু’টি ম্যাচ। এছাড়াও এখনো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালও বাকি। সব মিলিয়ে ১৫টি ম্যাচ। করোনার মধো লিগগুলো শেষ করতে ঠাসা সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য সময় বের করা মোটেও সহজ হবে না। ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ বাতিলের শঙ্কাও দেখছেন অনেকে।

বিজ্ঞাপন

অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজো বলেছেন, মৌসুম বাতিল করা হলে এবারের শিরোপার দাবিদার তাদের ক্লাব। করোনাভাইরাসের আগে শেষ ১৬’তে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়েছে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়নদের হারিয়ে দেওয়ার কারণেই শিরোপার দাবি সেরেজোর।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাটলেটিকো’র সভাপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ যদি আর মাঠে না গড়ায় তাহলে সেই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিৎ যারা বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে!’

চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যত যে কঠিন বাস্তবতার মুখে সেটাও বললেন সেরেজো, ‘এখনো নকঅআউট পর্বের অনেকগুলো ম্যাচ বাকি। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। আমরা জানি উয়েফা সবগুলো ম্যাচ একটি শহরে আয়োজন করার ব্যাপারে চেষ্টা করছে। স্পেনের কথা হচ্ছে, পর্তুগালের কথাও উঠে এসেছে। এখনো কোনো কিছুই নিশ্চিত নয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে মাদ্রিদের ক্লাবটি ফাইনাল খেলেছে তিনবার। ১৯৭৩-৭৪, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকো মাদ্রিদ ইউরোপিয়ান ফুটবল লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিসিবি'র কর্মচারীদের উপহার লিভারপুল-অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর