চুক্তি শেষে বিদায়, এএফসি মিশনে কলিনদ্রেসকে পাচ্ছে না কিংস
১০ জুন ২০২০ ১৭:৩৬
বসুন্ধরা কিংসের জাগরণে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনদ্রেস। কিংসের হয়ে একটি স্বাধীনতা কাপ, একটি লিগ এবং দুটি ফেডারেশন কাপ জয় করেছেন ২০১৮ সালে যোগ দান করার পর। অবশেষে ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় এবং নতুন চুক্তিতে দু’পক্ষের বনিবনা না হওয়ায় কিংসকে বিদায় জানালেন কলিন্দ্রেস।
নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেজে এ তথ্য জানিয়েছে বসুন্ধরা কিংস। কিংসের ফেইসবুক পেজে কলিনদ্রেসকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘এলেন, দেখলেন, জয় করলেন! বসুন্ধরা কিংসের সাথে ড্যানিয়েল কলিন্ড্রেস সোলেরার গল্পটাও ঠিক এমন। একটি নতুন দলে যোগ দিয়ে তিনি সম্ভব সব শিরোপাই জিতিয়েছেন বসুন্ধরা কিংসকে। আমাদের ক্লাবের সেরা মুহুর্তগুলো তাঁর হাত ধরেই এসেছে। সেই সাথে তিনি তাঁর নাম লিখে দিয়েছেন বাংলাদেশের পেশাদার ফুটবল ইতিহাসেও।
এই কোস্টারিকান ফুটবলারকে আর দেখা যাবে না কিংসের জার্সিতে। ‘২৬’ নম্বর জার্সিতে ফুটবল মাঠে আর হয়ত দেখা যাবে না তাঁর সেই দুই বাহু মেলে গোল উদযাপন। তবে বসুন্ধরা কিংসের প্রথম সুপারস্টারকে মনে রাখবে প্রতিটি কিংস ভক্ত এবং এদেশের প্রতিটি ফুটবলপ্রেমী।
ধন্যবাদ, ড্যানিয়েল কলিন্ড্রেস সোলেরা।’
কিংসের ২৬ নম্বর জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন কলিনদ্রেস। ২৯শে অক্টোবর ফেডারেশন কাপে ঢাকা মোহামেডানের বিপক্ষে কিংসের হয়ে গোলের খাতা খোলেন এই কোস্টারিকান তারকা। চলতি মৌসুম বাতিল হওয়ার আগেই ঘরে তোলেন ফেডারেশন কাপের শিরোপা। তাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কলিনন্দ্রেস। ফাইনালে রহমতগঞ্জের বিপক্ষে জোড়া গোল করেন আর সেই সঙ্গে জেতেন আসরের সেরা ফুটবলারের পুরস্কারটিও।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুম বাতিল হওয়ার আগে নামের পাশে যোগ করেন ৩টি গোল আর সতীর্থদের সাহায্য করেন আরও ২টি গোলে। এছাড়া সব মিলিয়ে কিংসের হয়ে মোট ২৬টি গোল করেছেন কলিনদ্রেস। যার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৫টি, ফেডারেশন কাপে ৮টী, স্বাধীনতা কাপ, শেখ কামাল ক্লাব কাপ এবং এএফসি কাপে একটি করে গোল আছে তার।
কিংসের জার্সি গায়ে কলিনদ্রেস নিজের শেষ ম্যাচটি খেলেছেন ১৫ই মার্চ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচটি ৩-৪ গোলের ব্যবধানে হারলেও সে ম্যাচেও নিজের নৈপূণ্য দেখিয়েচিলেন কলিনদ্রেস। নিজের শেষ ম্যাচেও একটি গোল করার পাশাপাশি আরও একটি করিয়েছিলেন সতীর্থকে দিয়ে।
তার অধ্যায়ের ইতি ঘটলো ঠিক যখন বসুন্ধরা কিংস যখন এএফসি কাপে খেলার দ্বারপ্রান্তে। চুক্তি নিয়ে সমঝোতায় না পৌঁছানোর কারণে ক্লাব ছাড়লেন কলিন্দ্রেস। মাসিক ১২ হাজার ডলার পারিশ্রামিক পাওয়া কলিনদ্রেসকে এই ক’মাস বসে বসে বেতন দিতে রাজি নয় কিংস। আর তাই তো শেষ হলো কলিনদ্রেসের বাংলাদেশ অধ্যায়।