Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের ১৫০ গর্ভবতী মা পাচ্ছেন তামিম ইকবালের উপহার


৯ জুন ২০২০ ১৫:২০ | আপডেট: ৯ জুন ২০২০ ১৭:৩৬

করোনাকলে দারুণ প্রশংসনীয় এক একটি উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন তামিম ইকবাল। কখনো অসহায়, অসচ্ছলদের মুখে তুলে দিচ্ছেন খাবার কখনো বা দিচ্ছেন আর্থিক সহযোগিতা। দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধারাও তার সহযোগিতা বঞ্চিত হননি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার রংপুরের গর্ভবতী মায়েদের দিচ্ছেন আর্থিক সহযোগিতা।

উত্তরবঙ্গের এই বিভাগটির দেড়শ গর্ভবতী মা পেতে যাচ্ছেন টাইগার ওয়ানডে দলপতির উপহার। আরিফা জাহান বিথি নামক রংপুর নগরীর এক স্বেচ্ছাসেবী বুধবার থেকে এই সহযোগিতা পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) আরিফা জাহান বিথি নিজেই সারাবাংলা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘তামিম ভাই রংপুরের দেড়শ গর্ভবতী মায়েদের জন্য টাকা পাঠিয়েছেন। আমি আগামীকাল (বুধবার) থেকে সেগুলো উনাদের মাঝে পৌঁছে দেব।’

করোনাকালে দেশের দুঃস্থ জনসাধারণ ও খেলোয়াড়দের জন্য তামিম ইকবাল কী কী করেছেন তা বোধ হয় নতুন করে বলার প্রয়োজন নেই। বরং যদি বলা হয় কী করেননি? সেটাই অধিক যুক্তিযুক্ত হবে।

করোনাভাইরাস এদেশে প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই নানামুখী পদক্ষেপ নিয়েছেন দেশ সেরা এই রান সংগ্রাহক। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি দিয়ে গেছেন আর্থিক সহযোগিতা। কখনো বা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহযোগিতা দিয়ে।

দেশে করোনার আবির্ভাবের শুরুতে ২৭ ক্রিকেটারের বেতনের অর্ধেক দান করার যে প্রক্রিয়া তার উদ্যোক্তা ছিলেন তামিম।

জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী সামিউল ইসলাম অর্থাভাবে যখন চরম বিপদে তখনও এগিয়ে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

ঢাকার মোহাম্মদপুরের ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিতি পাওয়া নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য সরবরাহ করেছেন তামিম। করোনা মোকাবিলায় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতেও কাজ করছেন তিনি। এরপর অর্থ সহায়তা দিলেন ৯১ অসচ্ছল ক্রিকেটারদের। জাতীয় দলের সতীর্থ নাজমুল ইসলাম অপুর সঙ্গে জুটি গড়ে খাবার ও অর্থ সহযোগিতা দিয়েছেন নারায়ণগঞ্জের মানুষকে। জেলাটির দুঃস্থ মুক্তিযোদ্ধাদেরও দিয়েছেন আর্থিক সহযোগিতা।

সব শেষ গত তিনদিন আগে দিন আগে নিজ জেলা চট্টগ্রামের ৫০ কোচকে দিয়েছেন আর্থিক সহযোগিতা।

এবার আসুন স্বেচ্ছাসেবী আরিফা জাহান বিথি সম্পর্কে একটু জেনে নেই। করোনাভাইরাস বাংলাদেশে আঘাত হানার পর থেকেই অসচ্ছল মানুষকে সাহায্য করে যাচ্ছেন বিথি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট এর মাধ্যমে তার যাত্রা শুরু। মহামারি করোনাকালেও পুরো রংপুর বিভাগে অটোতে করে একাই খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন এই তরুণী।

এরপর বড় বোনের পরামর্শে উদ্যোগ নেন নিজের অর্থে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর। সেই ধারাবাহিকতায় এবার টাইগার ওয়ানডে দলপতির তামিম ইকবালের উপহার তাদের মাঝে পৌঁছে দিচ্ছেন বিথি।

গর্ভবতী মায়েদের পাশে তামিম টপ নিউজ তামিম ইকবাল তামিমের সাহায্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর