Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ


৯ জুন ২০২০ ১৪:৪২

পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান ইউনিস খানকে ইংল্যান্ড সফরের জন্য দেশটির ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। আর এই সফরের জন্যই স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কিংবদন্তী স্পিনার মুশতাক আহমেদ। দেশটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও এখবর নিশ্চিত করছে পিসিবি।

ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা ইউনিস খান দেশটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। অবশ্য ইউনিস খান টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই সুপরিচিত ছিলেন। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্যারিয়ারে ১০ হাজার রান সংগ্রহ করেন তিনিই।

বিজ্ঞাপন

১৭ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলেছেন ইউনিস। আর ৫২ গড়ে মোট রান সংখ্যা ১০ হাজার ৯৯। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলুড়ে ১১টি দেশের মাটিতে শতক হাঁকানোর রেকর্ড আছে ইউনিসের। এছাড়া ইংলিশ কন্ডিশনে ৮শ ১০ রান করেছিলেন ৯টি টেস্টে যেখানে ৫০ দশমিক ৬২ গড়ে।

২০১৭ সালে অবসর গ্রহণ করেন কিংবদন্তী এই ব্যাটসম্যান। নিজ দেশের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে পেরে বেশ আনন্দিত তিনি। আনন্দ প্রকাশ করে ইউনিস বলেন, ‘আমার কাছে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার থেকে বেশি গৌরব আর কিছুতেই নেই। আমি অনেক আনন্দিত যে ইংল্যান্ড সফরে আমাকে ব্যাটিং পরামর্শকদের দায়িত্ব প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনোই আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পেছপা হইনি। আমার মনে হয় আমি খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারব।’

পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে ক্যারিয়ারে অনেক লম্বা পথ পাড়ি দিয়েছেন ইউনিস। মিসবাহ ইউনিসের ব্যাটিং পরামর্শক হয়ে আসার ব্যাপারে বলেন, ‘আমি ইউনিস খানকে স্বাগত জানাই এবং তার সঙ্গে কাজ করে পাকিস্তানের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দুইজন দুইজনকে অনেক ভালো করেই চিনি, আমরা পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীতে যেমন কাজ করেছি এখনও করতে চাই।’

বিজ্ঞাপন

এছাড়াও পাকিস্তানের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির হয়ে ৫২টি টেস্ট এবং ১৪৪টি ওয়ানডে খেলা লেগ স্পিনার মুশতাক আহমেদ। নিজ দেশের দায়িত্ব গ্রহণ করার আগে তিনি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের হয়ে কাজ করেছেন। তার সম্পর্কে মিসবাহ বলেন, ‘মুশতাক আহমেদ অভিজ্ঞতায় পরিপূর্ণ। তার অভিজ্ঞতা দিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের সাহায্য করেছেন। এবার নিজের দেশের খেলার সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানের ক্রিকেটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি।’

ইউনিস খান ইংল্যান্ড সফর পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের ব্যাটিং কোচ