Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ শ্রীলঙ্কাতে!


৯ জুন ২০২০ ১৩:৪৩ | আপডেট: ৯ জুন ২০২০ ১৬:১৭

করোনাভাইরাসের ধাক্কা সামলে আদৌ এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে কিনা তা বড় প্রশ্ন। হলেও কোথায় হবে সেটা আরেক প্রশ্ন। এসবের মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী শাম্মি সিলভা স্থানীয় গণমাধ্যমকে বললেন, দ্বীপদেশটিতে অনুষ্ঠিত হতে পারে এবারের এশিয়া কাপ।

কাগজে কলমে ২০২০ সালের এশিয়া কাপ আয়োজক (হোস্ট রাইট) পাকিস্তান। কিন্তু রাজনৈতিক, কূটনৈতিক কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে চায় না ভারতে। এমনটাই মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। এ নিয়ে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনেক কথা শোনা গেছে। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের নামও আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমের খবরে বলা হয়, এশিয়া কাপ আয়োজনের দাবি বাংলাদেশকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। সেই কারণেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে রাজি হয়েছিল বাংলাদেশ গুঞ্জন উঠেছিল সেটাই। এবার নতুন করে আলোচনায় এলো শ্রীলঙ্কার নাম।

গতকাল সোমবার (৮ মে) সদস্যদের নিয়ে বৈঠক করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সভায় এবারের এশিয়া কাপ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সভা শেষে এসএলসির প্রধান নির্বাহী শাম্মি সিলভা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, এশিয়া কাপের আয়োজক হতে চেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান নাকি তাতে তাতে সম্মতি দিয়েছে।

শাম্মি সিলভা বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে পাকিস্তানে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে সন্দেহ রয়েছে। আয়োজক পিসিবি’র সঙ্গে আমাদের কথা হয়েছে। ভিডিও কনফারেন্স এই আলাপে আমাদের প্রস্তাবে (এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব) তারা সাড়া দিয়েছে।’

বিজ্ঞাপন

ছয় দল নিয়ে এবারের এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা আগামী সেপ্টেম্বরে। পূর্ণ সদস্য পাঁচ দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে যোগ হওয়ার কথা বাছাই পর্ব পেরুনো অন্য একটি দলের।

এশিয়া কাপ পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলংকা ক্রিকেট বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর