Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যামির বর্ণবাদের অভিযোগ অস্বীকার আইপিএল সতীর্থদের


৮ জুন ২০২০ ১৫:০২

ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সব থেকে বড় আসর আইপিএলে বর্ণবাদী আচারণের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ড্যারেন স্যামি। সে ব্যাপারেই শনিবার (৬ জুন) মুখ খুললেন এই তারকা ক্রিকেটার। তবে স্যামি কিসের ব্যাপারে অভিযোগ তুলেছেন সে ব্যাপারে কিছুই জানেন না তার আইপিএলের ভারতীয় সতীর্থ পার্থিব প্যাটেল, ভেনুগোপাল রাও এবং ইরফান পাঠান।

ইনস্টাগ্রামে শনিবার (৬ জুন) নিজের বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন শ্যামি। এতদিন যেটিকে প্রশংসা মনে করে আসছিলেন স্যামি এখন বুঝতে পারলেই আসলে তা প্রশংসা নয় বরংচ বর্ণবাদী ডাক! ক্যারিয়াবিয়ান এই তারকা তাই ফুসে উঠেছেন এটা বোঝার পরেই। স্যামি বলছেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে আসছেন বহুদিন ধরেই। আর সেখানে তাকে এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে ডাকা হতো ‘কালু’ নামে।

বিজ্ঞাপন

আইপিএলে বর্ণবাদের শিকার হওয়া ড্যারেন স্যামির অভিযোগের ব্যাপারে কিছুই জানেন বলে জানিয়েছেন সতীর্থ পার্থিব প্যাটেল। তিনি বলেন, ‘আমি কাউকে ঐ ধরনের শব্দ ব্যবহার করতে শুনিনি।’

পার্থিব ছাড়াও সাবেক আরও এক সতীর্থ ভেনুগোপাল রাও এ ব্যাপার সম্পর্কে নিশ্চিত নয় বলে জানিয়েছেন। বর্তমানে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক এবং স্যামির সাবেক সতীর্থ ভেনুগোপাল বলেন, ‘আমি নিশ্চিত নই। বিষয়টি সম্পর্কে ঠিক জানিনা।’

কেবল এই দুই সতীর্থই নয়, ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠানও এ সম্পর্কে কিছুই শোনেননি বলে জানিয়েছেন। ইরফান ২০১৪ সালে স্যামির সঙ্গে একই দলে খেলেছিলেন।ইরফান বলেন, ‘আমি ২০১৪ সালে স্যামির সঙ্গে খেলেছি। এমন ঘটনা যদি ঘটত, তাহলে এটা নিয়ে অবশ্যই কথা হত। তাই যেহেতু এটা নিয়ে কোনও আলোচনা হয়নি, তাই আমি এই ব্যাপারে তেমন কিছু জানিনা। তবে আমি এই ধরনের শব্দের ব্যবহার ঘরোয়া ক্রিকেটে দেখেছি। তাই আমি মনে করি, লোকজনকে এই বিষয়ে সচেতন করতে হবে। আমি কারও নাম বলতে চাই না, তবে দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা উত্তর এবং পশ্চিমাঞ্চলে খেলতে গেলে এমন মন্তব্য শুনে থাকে।’

বিজ্ঞাপন

স্যামির আইপিএল সতীর্থ ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময়ই বিষয়টি বোর্ডকে জানানো উচিৎ ছিল। তবে চাইলে স্যামি এখনও বিষয়টি নিয়ে অভিযোগ করতে পারেন বলে উল্লেখ করেছেন সেই কর্মকর্তা। অভিযোগ করা হলে বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠেছে। জর্জ ফ্লয়েড নামক একজন কৃষ্ণাঙ্গকে যুক্তরাষ্ট্রের পুলিশ নির্যাতন করে হত্যার পর ফুসে উঠেছে গোটা বিশ্ব। তবে কেবল ইউরোপ কিংবা আমেরিকাতেই বর্ণবাদের শিকার হননা মানুষ। এশিয়ার অঞ্চলগুলোতেও বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা অহরহই ঘটছে।

আইপিএল ইরফান পাঠান ড্যারেন স্যামি বর্ণবাদের অভিযোগ সানরাইজার্স হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর