Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ন্যূনতম ঝুঁকিও নেবে না বিসিবি’


৮ জুন ২০২০ ১৩:৩৬ | আপডেট: ৮ জুন ২০২০ ১৬:১২

করোনার প্রভাবে একের পর পর এক সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় শঙ্কার মুখে পড়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজও। তবে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি বাংলাদেশের মতো উদ্বেগজনক না হওয়ায় স্বাগতিক দেশটি শুরু থেকেই চাইছে সিরিজটি হোক। সফরকারী বাংলাদেশও তেমনই চাইছে। কেননা সফরটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু দেশের করোনা পরিস্থিতি তাদের সকল সিদ্ধান্ত গ্রহণের পথ অবরুদ্ধ করে রেখেছে। উদ্ভুত পরিস্থিতিতে সিরিজটি মাঠে গড়াতে দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা। তবে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন, করোনাভাইরাসের মধ্যে কোনো রকম ঝুঁকি নিয়েও সফরে যাওয়া সমীচীন হবে না।

বিজ্ঞাপন

দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে সপ্তাহ খানেক আগেও শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ নিয়ে তেমন কোনো আলোচনাই ছিল না। সিরিজটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ছিল… প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে। গেল ১৯ মে সারাবাংলার সঙ্গে আলাপকালে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেছিলেন, ‘এই পরিস্থিতিতে সিরিজ খেলা কঠিন। আমরা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছি। কেননা সবার আগে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে।’

বিজ্ঞাপন

সবকিছু সেভাবেই চলছিল। কিন্তু গত সোমবার শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে অনুশীলনে নেমে পড়ায় সিরিজটি মাঠে গড়ানো নিয়ে জোরালো গুঞ্জন উঠে। আর সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগিয়েছে সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ। তাতে বেশ জোর দিয়েই বলা হয়েছে শ্রীলঙ্কা সিরিজ হচ্ছে এবং তাতে অংশ নিতে একটি চাটার্ড বিমান ভাড়া করে ২৮ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। দেশের অন্যান্য সংবাদ মাধ্যমও তাতে নড়েচড়ে বসে।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন দেশের এমন পরিস্থিতিতে ন্যূনতম ঝুঁকি নিয়েও সিরিজটি করতে চাইছে না বিসিবি।

সংবাদমাধ্যমকে লাল সবুজের সাবেক এই অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান বলেছেন, ‘আমরা এখন পুরোপুরি পরিস্থিতির ওপরে নির্ভরশীল। দেশের করোনা পরিস্থিতি ঠিক না হলে আমরা কোনো ঝুঁকে নেব না।’

ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্যমতে করোনা বিশ্বব্যপী সংক্রমণ ছড়ানোর শুরু থেকে আজ অব্দি শ্রীলঙ্কায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮শ ৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ১১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৪১ জন। পক্ষান্তরে বাংলাদেশে মোট আক্রান্ত ৬৫ হাজার ৭শ ৬৯, মৃত ৮শ ৮৮ এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯শ ৩ জন। তবে উৎকন্ঠার বিষয় হলো যত দিন যাচ্ছে সংক্রমণের হারা এদেশে ততই বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ হাজারের নিচে নামছেই না।

দেশের এমন পরিস্থিতিতে বিসিবি সিদ্ধান্ত জানাতে দেরি করলেও লঙ্কান ক্রিকেট বোর্ড চাইছে দ্রুততম সময়ের মধ্যেই ক্রিকেট ফেরাতে। শেষ অবধি বাংলাদেশ সফরে না গেলে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএলপিএল আয়োজনে আগ্রহী দেশটি।

নূন্যতম ঝুঁকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলংকা সফর

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর