মেসি সম্পূর্ণ সুস্থ, ওর কোনো সমস্যা নেই: সেতিয়েন
৮ জুন ২০২০ ১৩:০৩ | আপডেট: ৮ জুন ২০২০ ২০:৩৭
করোনা মধ্যবর্তী সময়ে ইউরোপে আবারও ফুটবল মাঠে গড়িয়েছে। আগামি ১১ জুন থেকে স্প্যানিশ লা লিগা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ক্লাবগুলোর অনুশীলনের শুরুতেই দুঃসংবাদ শুনতে হয়েছে বার্সেলোনার সমর্থকদের। দলের প্রাণভোমরা লিওনেল মেসি ইনজুরির কারণে খেলতে পারবেন না প্রথম ম্যাচটি।
তবে বার্সেলোনা কর্তৃপক্ষ বরাবরই সংবাদমাধ্যমের কথাটি গুজব বলে উড়িয়ে আসছেন। এবার সেই দলে যোগ দিলেন কাতালানদের প্রধান কোচ কিকে সেতিয়েন। আর সেই সঙ্গে লিওনেল মেসিকেও দেখা গেছে স্টেডিয়ামে অনুশীলন করতে। তবে দলের সঙ্গে নয়, তিনি অনুশীলন করেছেন একা একা।
সেতিয়েন জানান, ‘কেবল মেসি একাই নয়, আরও অনেক খেলোয়াড় অনুশীলন করেনি তাদের শারীরিক অসুবিধার কারণে। এই অস্বস্তিটা অনেক খেলোয়াড়ই অনুভব করেছে। মেসির ব্যাথা পাওয়াটা কোনো সমস্যা নয়। সে সম্পূর্ণ সুস্থ আছে, ওর কোনো সমস্যা নেই।’
বার্সা কোচ মেসির শারীরিক সমস্যা নেই মোটেই চিন্তিত নন। তিনি বলেন, ‘এটা নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। মেসির যেটা হয়েছে অন্যান্য খেলোয়াড়দেরও সেটাই হয়েছে। সে সুস্থ আছে এবং কোনো সমস্যা নেই। সামনে আমাদের লিগের ম্যাচ শুরু হচ্ছ। অল্প সময়ের মধ্যে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। আর আমাদের দলটাও অনেক ছোট। তাই সব খেলোয়াড়দের দিকেই নজর দিতে হবে।’