Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরছে শনিবার


৪ জুন ২০২০ ১৫:১৮

করোনাভাইরাস চীন থেকে যখন ইউরোপ, আমেরিকায় ছড়াতে শুরু করেছিল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ব্যস্ত। ভাইরাসটি এতো দ্রুতই ছড়িয়ে পড়ল যে সিরিজ মাঝপথে রেখেই অস্ট্রেলিয়া ছেড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। গত মার্চের মাঝামাঝি সময়ের ঘটনা এটি। তারপর করোনায় স্তব্ধ হয়ে পড়ে পুরো বিশ্ব। সেই থেকে ক্রিকেট বন্ধ থাকা অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরছে এতদিন পর।

বিজ্ঞাপন

আগামী শনিবার (৬ জুন) অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। টপ অ্যান্ড টি-টোয়েন্টি নামের এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। আট দলের সাতটি বেছে নেওয়া হবে ডারউইন প্রিমিয়ার লিগ থেকে। অষ্টম দলটি হবে আমন্ত্রণমূলক দল। করোনায় সব ধরনের ক্রিকেট বন্ধ হওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়।

সম্ভাব্য সবাইকে খেলা দেখার সুযোগ করে দিতে ‘মাইক্রিকেট’ ফেসবুক পেজের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। মাঠে বসে খেলা দেখার সুযোগও পাবেন দর্শকরা। প্রতি ম্যাচে ৫০০ জন দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে আয়োজকরা। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে।

করোনা ঝুঁকির কারণে ক্রিকেট বলে থুতু বা লালা লাগানোয় নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কথা হচ্ছে। এখনো অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ডারউইনের এই টুর্নামেন্টে লালা বা থুতু লাগানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওয়ানডে লিগও শুরু হবে ডারউইনে। ওয়ানডে লিগ চালু হলে বলে লালা বা থুতু লাগানোর বিষয়টি চূড়ান্ত হওয়া দরকার বলে মনে করছেন ডারউইন ক্রিকেট ম্যানেজমেন্ট চেয়ারম্যান ল্যাচলান বেয়ার্ড।

তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত বলছে আইসিসি’র ঘাম ব্যবহারের নিয়ম তারা অনুসরণ করবে না এবং মোম ব্যবহারেও তারা একমত নয়। তারা এখনো এগুলো ভেবে দেখছে। আশা করি আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। তবে এই সপ্তাহের পর ৫০ ওভারের ক্রিকেট শুরু হবে। তখন আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে হবে। কি করব আমরা? হয় মোম ব্যবহার করতে হবে অথবা আইসিসি’র নিয়মানুযায়ী ঘাম ব্যবহার করতে দিতে হবে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস ক্রিকেট অস্ট্রেলয়া ক্রিকেট ফিরছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর