Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জুলাইয়ে


৩ জুন ২০২০ ১২:৪৩

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ফুটবল মাঠে ফিরেছে। জার্মান বুন্দেসলিগা শুরু হয়েছে সপ্তাহ দুই আগে। চলতি মাসে জমজমাট হয়ে ওঠার কথা ইউরোপের অন্যান্য লিগগুলোও। এবার ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরার দিনক্ষণও চূড়ান্ত হলো। আগামী জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যদিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্যারিবিয়ান বোর্ডের সম্মতি আছে তাতে। এখন ইংল্যান্ড সরকারের সবুজ সংকেত মিললেই নির্ধারিত সময়ে শুরু হয়ে যাবে সিরিজ। করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ হওয়ার পর এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে ৮ জুলাই, সাউদাম্পটনে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই, তৃতীয় টেস্ট ২৪ জুলাই। দুই ও তিন নম্বর টেস্ট অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে।

সিরিজ শুরুর মাস খানেক আগে ইংল্যান্ডে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ দল। ৯ জুন বিশেষ বিমানে করে ইংল্যান্ডে যাবেন জেসন হোল্ডাররা। তারপর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ৩ সপ্তাহের কোয়ারেনটাইনে থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। কোয়ারেনটাইন শেষে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ জুলাইয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর