Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় শরীরকে ‘চাঙা’ করেছেন স্মিথ


১ জুন ২০২০ ১৭:২৩

স্পোর্টস ডেস্ক
স্টিভেন স্মিথের ব্যাটিং প্রীতির কথা কমবেশি সবারই জানা। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং একবার বলেছিলেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেনো ভোরে ব্যাট-বল নিয়ে ঠুকঠুক শুরু করে দেন স্মিথ। অস্ট্রেলিয়ার কোচ জস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, গোসলে গিয়েও ছায়া ব্যাটিং করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে ব্যাট যার নিত্য সঙ্গী সেই স্মিথ নাকি করোনাকালে প্রায় দুই মাস ব্যাট ছুঁয়েও দেখেননি! স্মিথ বলেছেন, এই অবসরে ব্যাটিং বাদ দিয়ে শরীর এবং মনকে চাঙা করার চেষ্টা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সরকারের অনুমতিতে আজ সোমবার (১ জুন) থেকে অনুশীলন শুরু করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

সতীর্থ ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্কের সঙ্গে আজ নিউ সাউথ ওয়েলসের মাঠে অনুশীলন করেছেন স্মিথ। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাটিং থেকে দূরে থাকার কথা জানিয়েছেন স্মিথ।

অজি তারকা বলেন, ‘সত্যি বলছি, আমি ব্যাট ছুঁইনি। বাড়িতে শুধু কিছু ছোটখাট অনুশীলন করেছি। আমি একটু (ক্রিকেট থেকে) দূরে থাকতে চেয়েছি। এমনটা তো বেশি করা হয় না। আমার সব মনোযোগ ছিল নিজেকে কীভাবে শারীরিক ও মানসিকভাবে চাঙা রাখা যায় তার ওপর।’

বিশ্বকাপ ও সিরিজ মিলিয়ে টানা ক্রিকেটের মধ্যেই থাকতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। স্মিথ বলছেন, করোনাকালের এই অবসরটা তাই দরকারই ছিল, ‘বাড়ি থেকে কিছু ক্লাস করিয়েছি (ভক্তদের জন্য)। এ ছাড়া সত্যিই আমি ক্রিকেট ব্যাট ধরেনি। একটু অন্যরকম অভিজ্ঞতা তবে আমি নিশ্চিত ভবিষ্যতের জন্য ভালোই হয়েছে। বিশ্বকাপ ও অ্যাশেজ মিলিয়ে লম্বা একটা বছর কাটানোর পর সতেজ হওয়া দরকার ছিল। গত কয়েক বছরের মধ্যে আমি সম্ভবত এখনই শারীরিকভাবে সবচেয়ে ভালো অবস্থায় আছি। বাড়িতে প্রচুর দৌড়েছি, জিমে কাটিয়েছি অনেক সময়। মাস দুয়েকের কঠোর পরিশ্রমের ফল পেয়েছি।’

সারাবাংলা/এসএইচএস/জেএইচ

অস্ট্রেলিয়া করোনা স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর