Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে উঠেছেন নাদেল


১ জুন ২০২০ ১৩:২৯

স্পেশাল করেসপন্ডেন্ট

করেনা আক্রান্ত বিসিবি’র পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এখন পুরোপুরি সুস্থ। জ্বর, কাশি বা শ্বাসকষ্টজনিত কোন জটিলতাই তার নেই।

সোমবার (১ জুন) নাদেল নিজেই সারাবাংলাকে এ এতথ্য দিলেন।

তিনি জানালেন, ‘এখন পুরোপুরি ভাল। কালকে গিয়ে প্রথম পরীক্ষা করাব। জ্বর, কাশি বা শ্বাসকষ্ট নেই। আমি শুরু থেকেই বাসায় ছিলাম। আল্লাহর মেহেরবানি, মানুষের দোয়া ছিল। আর আমার এমনিতেই কোন শারীরিক জটিলতা নেই। দুই তিন দিন পরে আরো একটি পরীক্ষা করাবো। আপনারা দোয়া করবেন।’

প্রসঙ্গত গেল ২৩ মে করোনা আক্রান্ত হয়ে নিজ বাসাতেই চিকিৎসাধীন ছিলেন নাদেল। প্রবল মানসিক শক্তি ও স্বজনদেন নিবিড় পরিচর্যায় এক সপ্তাহের ব্যবধানেই অদৃশ্য এই শত্রুকে পরাভুত করেছেন।

সারাবাংলা/এমআরএফ/জেএইচ

করোনা নাদেল সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর