সাব্বিরের দাবি গায়ে হাত তোলেননি, পরিচ্ছন্নতাকর্মীই চোখ রাঙিয়েছেন
৩১ মে ২০২০ ২২:১৯ | আপডেট: ৩১ মে ২০২০ ২২:২৩
রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল টাইগার হার্ড হিটার সাব্বির রহমান রোমানের বিরুদ্ধে। কিছু অনলাইনে খবরও বেরিয়েছিল। তবে সাব্বির নিজে জানালেন, ওই পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে ‘বাগবিতণ্ডা’য় জড়ালেও গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি। উল্টো ওই পরিচ্ছন্নতাকর্মীই তাকে ‘চোখ রাঙিয়েছেন’।
আর বোয়ালিয়া থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে এ খবর প্রকাশ পেয়েছে, সেই নিবারণ চন্দ্র বর্মন বলছেন, এমন কোনো অভিযোগই পাননি তিনি। এমনকি যে পরিচ্ছন্নতাকর্মীকে সাব্বির মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে, সেই পরিচ্ছন্নতাকর্মীও কোনো অভিযোগ করেননি।
রোববার (৩১ মে) রাতে সারাবাংলার সঙ্গে মোবাইলে কথা হয় সাব্বিরের। তিনি সারাবাংলাকে বলেন, ‘ওর নাম হচ্ছে বাদশা। ওকে আমি প্রতিবারই ডেকে ডেকে ত্রাণ দেই। এবারও করোনার মধ্যে ১০-১৫ হাজার টাকা দিয়েছি। আজ বিকেলে আমি আমার স্ত্রীকে নিয়ে বাইরে থেকে বাসায় ফিরছি। দেখি বাসার গেটের সামনে ময়লার ভ্যান। আমি বাসায় ঢুকতে পারছি না। সে আরেকজনের সঙ্গে গল্প করছিল। আমি বারবার হর্ন দিচ্ছি। এক পর্যায়ে সে আমার গাড়ির সামনে এসে আমাকে চোখ রাঙানি দেয়।’
সাব্বির বলেন, আমি গাড়িটা একপাশে পার্ক করে জিজ্ঞাসা করলাম, ভাই কিছু বললেন নাকি? সে বলে, আমি তো আমার কাজ করছি। আপনি এত হর্ন দিচ্ছেন কেন? আমি বললাম, আপনি যে এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ অসুস্থ হলে বা মারা গেলে কী হবে? সে আমাকে ঝারি দিয়ে বলে, মারা যাবে কেন? স্রেফ এই কথাগুলোই জোরে জোরে বলেছি। অথচ মানুষ বলছে আমি নাকি ওনার গায়ে হাত তুলেছি!
সাব্বিরের সাফ কথা, ‘ওর গায়ে হাত তোলার কোনো প্রয়োজনই আমার নেই। আমি কেন ওকে মারতে যাব? এর আগে যেসব অন্যায় করেছি, সেখান থেকে নিজেকে শুধরে নিয়েছি। আমার ক্যারিয়ার আছে। অতএব ওর গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না।’
এদিকে, বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, সাব্বির বাদশার গায়ে হাত তুলেছে— এটা যেমন তিনি দেখেননি, তেমনি কেউ এ অভিযোগও করেনি। এমনকি বাদশাও কোনো অভিযোগ করেননি। ওসি বলেন, ‘আমরা বারবার অভিযোগের কথা বললেও কেউই অভিযোগ করতে রাজি হয়নি। আমি জানতে পেরেছি, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম আমার বরাত দিয়ে লিখেছে যে সাব্বির বাদশার গায়ে হাত তুলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’
ঘটনার সূত্রপাত আজ বিকেল ৫টায়, সাব্বিরের নিজ জেলা রাজশাহীর বেলদার পাড় এলাকায়। স্ত্রীকে নিয়ে বাইরে বেড়িয়ে বাসায় ফিরছিলেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রাহমান। কিন্ত বাসার সামনে এসে দেখেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী তার বাসার ঠিক গেটের সামনে ময়লার ভ্যান দাঁড় করিয়ে রেখেছেন। সাব্বির বারবার তাকে ভ্যান সরাতে বললেও তিনি ভ্যান সরাননি। এ নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে।
ক্রিকেটার সাব্বির টপ নিউজ পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা সাব্বির রহমান সাব্বির রহমান রোমান