Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোহলিকে ভয় নয় শ্রদ্ধা করি’


৩১ মে ২০২০ ২১:৫৬

স্পোর্টস ডেস্ক
বয়স মাত্র ১৭, তাতেই পাকিস্তানের হয়ে চার টেস্ট খেলা হয়ে গেছে নাসিম শাহর। এতো কম বয়সে টেস্টে অভিষেক হয়েছে বলেই নয়, উইকেটে গতির ঝড় তুলেই আলোচনায় এসেছেন পাকিস্তানি তরুণ। নিয়মিত ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন নাসিম। তরুণ নাসিম আত্মবিশ্বাসেও টইটুম্বুর। বলেছেন সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে শ্রদ্ধা করেন ঠিকই তবে ভয় পান না তিনি।

নাসিম বলেন, ‘বিরাট কোহলির ব্যাপারে বলব, আমি তাকে শ্রদ্ধা করি। তবে ভয় করি না। সেরা ব্যাটসম্যানকে বল করা সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু সেটা করেই আপনি খেলায় উন্নতি আনতে পারেন। আমি কোহলি এবং ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি যখনই সুযোগ আসুক।’

বিজ্ঞাপন

তরুণ পেসার বললেন ভারতের বিপক্ষে খেলতে চান তিনি, ‘ভারত বনাম পাকিস্তান সবসময়ই স্পেশাল। আমি যতটুকু শুনেছি, এই ম্যাচগুলো একজন খেলোয়াড়কে নায়ক বানাতে পারে আবার পারে ভিলেন বানাতেও। এগুলো খুব স্পেশাল ম্যাচ, যেহেতু তেমন একটা দেখা যায় না। আর হ্যাঁ, আমি তো অবশ্যই সুযোগ পেলে ভারতের বিপক্ষে খেলতে চাই।’

মাত্র ৪ টেস্টে খেলেই দারুণ সব অর্জনও হয়েছে তরুণ পেসারের। পাকিস্তানের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার তিনি। পেসারদের মধ্যে সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকও করেছেন নাসিম। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছেন ১৭ বছর বয়সী তরুণ।

সারাবাংলা/এসএইচএস/জেএইচ

নাসিম পাকিস্তান পেসার বিরাট কোহলি ভারত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর