মার্টিনেজ বিক্রির জন্য নয়: ইন্টার পরিচালক
২৯ মে ২০২০ ১৯:১০ | আপডেট: ২৯ মে ২০২০ ১৯:১৬
টাকার বস্তা ঢেলে অ্যান্থনিও গ্রিজমানকে কিনলেও তার সুফল পাচ্ছে না বার্সেলোনা। বার্সার আক্রমণভাগে এখনো সেট হতে পারেননি ফরাসি তারকা। এদিকে, লুইস সুয়ারেজের পড়তি ফর্ম চলছে অনেকদিন ধরেই। ফলে হন্যে হয়ে আক্রমণভাগে লিওনেল মেসির একজন সঙ্গী খুঁজছে কাতালান ক্লাবটি। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে নেইমার অথবা লওতরো মার্টিনেজকে দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে চায় বার্সেলোনা। তবে দলবদল শুরু হওয়ার অনেক আগেই মার্টিনেজের সামনে তালা ঝুঁলিয়ে দিয়েছে ইন্টার মিলান।
ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরে অলিসিও সরাসরি জানিয়ে দিয়েছে, মার্টিনেজ বিক্রির জন্য নয়। স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অসিলিও বলেন, ‘যদি কেউ তাকে (মার্তিনেজ) চায়, তবে তাদেরকে রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। মার্তিনেজ বিক্রির জন্য নয়। বার্সেলোনা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। তবে আমরা তাদের বলেছি, আমরা তাকে বিক্রি করব না।’
ইন্টার মনে করছে, মার্টিনেজ বড় সম্পদ। তাই এখনই তাকে হাতছাড়া করার সিদ্ধান্ত নিতে চায় না তারা। অলিসিও বলেন, ‘তাকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রিলিজ ক্লজ পরিশোধ করা। এটা সবাই জানে। জুলাইয়ের প্রথম দিকে শেষ হয়ে যাবে মেয়াদ। এই মুহূর্তে আমরা এটা নিয়ে আলোচনা করছি না। কারণ আমরা তার ওপর নির্ভর করছি। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তার সঙ্গে ক্লাবের তিন বছরের চুক্তি আছে এবং ইন্টার চায় না তাদের সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করে দিতে।’
উল্লেখ্য, মার্টিনেজের বর্তমান রিলিজ ক্লজ ১১১ মিলিয়ন ইউরো। বার্সেলোনা এত অর্থ খরচ করে আর্জেন্টাইন তারকাকে কেনার সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ ইন্টার মিলান বার্সেলোনা লওতরো মার্টিনেজ