Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজলের অকাল প্রয়াণে বিসিবি’র শোক


২৮ মে ২০২০ ২০:২০

খুলনা জেলা ক্রিকেটের সাবেক অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজলের অকাল প্রয়াণে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বৃহস্পতিবার রাত তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩২ বছর বয়সে ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান মেধাবী এই তরুণ ক্রিকেটার।

এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানায় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

খুলনা জেলা ক্রিকেটের সাবেক অধিনায়ক খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগে সমাজ কল্যাণ সংঘের হয়ে, প্রথম বিভাগে উদায়াচল ও সব শেষ গেল গেল বছর ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর হয়ে অধিনায়কত্ব করেছেন কাজল।

ওই বছর ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৩৬ রান। যেখানে সেঞ্চুরি ছিল একটি ও তিনটি হাফসেঞ্চুরি।

কাজলের মৃত্যুতে শোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর