Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালন ডি’অরের জয়ের তাড়াহুড়া নেই এমবাপের


২৮ মে ২০২০ ১৫:১৩

ব্যালন ডি’অর সব ফুটবলারেরই বড় স্বপ্ন। বছরের ‘সেরা’ নির্বাচিত হওয়া ফুটবলারকে দেওয়া হয় মর্যাদার এই পুরস্কার। গত এক যুগে এতে আধিপত্য চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত ১২ বছরের মধ্যে ১১ বারই পুরস্কারটি জিতেছেন এই দুজন। মেসি-রোনালদো অধ্যায়ের সমাপ্তির পর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা দেখা হচ্ছে যাদের মধ্যে তাদের অন্যতম কিলিয়ান এমবাপে। ফরাসি তরুণ নিজেও অনেকবার বলেছেন ব্যালন ডি’অর জিততে চান। তবে এমবাপে বললেন, পুরস্কারটার জন্য বুভুক্ষ নন তিনি। দলীয় সাফল্যই তার কাছে মুখ্য, ব্যক্তিগত পুরস্কার পরের চিন্তা।

বিজ্ঞাপন

সম্প্রতি ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ফরাসি তরুণ। তিনি বলেন, ‘অবশ্যই ব্যালন ডি’অর জিততে পারলে আমার জন্য দারুণ হবে। তবে এমন নয় যে এটার জন্য আমি ঘুমাতে পারি না। এটার জন্য আমার কোনো তাড়া নেই। আমি কোনো সময় নির্ধারণ করিনি যে আগামী দুই বছরের মধ্যে আমাকে জিততেই হবে। আমি সব সময়ই ফ্রান্স ও পিএসজির হয়ে সাফল্য পাওয়াকে প্রাধান্য দিই। আর নিজের পারফরম্যান্সে ভালো হলে যদি কোনো পুরষ্কার পাই তবে সেটি বাড়তি পাওয়া।’

বিজ্ঞাপন

সম্ভাবনাময় তরুণ তারকার বয়স মাত্র ২১। এই বয়সে অনেকের প্রফেশনাল ফুটবলে অভিষেকই হয় না, কিন্তু এমবাপে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ান জিতেছেন চারবার। এমবাপে বললেন, এখন তার নজর ইউরোপের ট্রফিগুলোর দিকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এবং জাতীয় দল ফ্রান্সের হয়ে ইউরো জিততে চান।

এমবাপে বলেন, ‘জাতীয় দলের হয়ে সফলতা ধরে রাখতে আগামী মৌসুমে আমাদের সামনে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে বিজয়ী হওয়াই হবে আমাদের লক্ষ্য। ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) জেতা এবং পিএসজির প্রথম ইউরোপিয়ান কাপ জয়ের অংশ হওয়া আমার বড় লক্ষ্য, যা হবে বিশেষ কিছু।’

কিলিয়ান এমবাপে ব্যালন ডি অর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর