Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠিক সময়ে বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতি নিচ্ছে আইসিসি


২৮ মে ২০২০ ১৩:৫৪

মহামারি করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ সেই মার্চের মাঝামাঝি সময় থেকে। জনপ্রিয় খেলাটি ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে তা এখনো নিশ্চিত নয়। অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও। এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়ে ওই সময়টাতে আইপিএল আয়োজন করা হবে। তবে আইসিসি সেই সংবাদকে উড়িয়ে দিয়ে বলেছে, নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন খবরই প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আইসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর ব্যাপারে আইসিসি কোনো সিদ্ধান্ত নেয়নি এবং পরিকল্পনা অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ায় আসরটি আয়োজনের প্রস্তুতি চলছে। আইসিসি’র বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং যথা সময়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে আগামী সেপ্টেম্বরে। শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতির কারণে সামান্য পিছিয়ে আইসিসি এটাকে অক্টোবর-নভেম্বরে নিতে চাচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বিশ্বকাপ পিছিয়ে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেজন্য আইসিসিকে নাকি চাপও দিয়ে আসছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডটি। সম্প্রতি প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতীয় বোর্ডের চাপে আইসিসির বেশ কয়েকজন কর্তা বিশ্বকাপ পিছিয়ে দিতে রাজী হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি পেছানো হচ্ছে ২০২২ সাল পর্যন্ত।

তবে রয়টার্সকে দেওয়া আইসিসি কর্তার তথ্যে বিশ্বকাপ পেছানোর খবরের সত্যতা মিলল না। এখন দেখার বিষয় আইসিসির আসন্ন সভায় বিশ্বকাপ বিষয়ে কী আলোচনা হয়। আইসিসির এবারের সভাতেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। তবে বিশ্বকাপ বা আইপিএলের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যাওয়ার কথা।

আইপিএল আইসিসি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর