Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের অস্ট্রেলিয়া সফর ডিসেম্বরে!


২৮ মে ২০২০ ১২:৩০

করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে ইদানিং বেশ আলোচনা চলছে। আর্থিক ক্ষতি আরও না বাড়াতে স্বাস্থ্যবিধি মেনে মাঠে ক্রিকেট ফেরানোর চেষ্টা করে যাচ্ছে কয়েকটি বোর্ড। তার মধ্যে অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ড অন্যতম। যে করেই হোক দুই দলের মধ্যকার আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফির আয়োজন নিশ্চিত করতে চায় দুই দেশের ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য এখনো সময়সূচি জানায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে আসন্ন সিরিজের সূচি প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে দুই দল। চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দিবারাত্রির। দিবারাত্রির টেস্ট শুরু হবে ১১ ডিসেম্বর, অ্যাডিলেডে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট আর ৩ জানুয়ারি সিডনিতে মাঠে গড়াবে সিরিজে শেষ টেস্ট।

ভারত এখন পর্যন্ত দিবারাত্রির টেস্ট খেলেছে মাত্র একটি। গত নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে বেশ ঢাকঢোল পিটিয়ে প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে নেমেছিল ভারত। বাংলাদেশেরও সেটা ছিল প্রথম দিবারাত্রির টেস্ট। এদিকে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি দিবারাত্রির ম্যাচ খেলা দল। খেলাটা হতে যাচ্ছে আবার অস্ট্রেলিয়ার মাটিতে। ফলে ভারতকে হয়তো কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে! অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক মনে করছেন, দুদলের দিবারাত্রির টেস্ট ম্যাচটি জমবে।

স্টার্ক বলেন, ‘দর্শকেরা এটা পছন্দ করে। এটা প্রতিদ্বন্দ্বিতায় অন্য মাত্রা যোগ করে। ব্যাটে-বলের দুর্দান্ত লড়াই হয়। ভারত নিজেদের মাঠে একটা টেস্ট খেলেছে। এটি একেবারে অপরিচিত নয় তাদের কাছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কিছু উদ্যোগের বিষয় আলোচনায় উঠে এসেছে। করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে বিরাট কোহলিদের জন্য আলাদা কোয়ারেনটাইন ব্যবস্থার চিন্তা করছে বিসিসিআই বলে শোনা গেছে।

ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য সূচি:

৩-৭ ডিসেম্বর: প্রথম টেস্ট, ব্রিসবেন

১১-১৫ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট (দিবারাত্রি), অ্যাডিলেড

২৬-৩০ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, মেলবোর্ন

৩-৭ জানুয়ারি: চতুর্থ টেস্ট, সিডনি

কোহলি টেস্ট সিরিজ ডিসেম্বরে ভারত বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর