Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ বছর বয়সে মারা গেলেন ইংলিশ ফুটবলার


২৭ মে ২০২০ ১৯:৫৭

মাত্র ২৩ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ইংলিশ ডিফেন্ডার ক্রিস্টিয়ান এমবুলু। তবে ঠিক কোন কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

তরুণ এই ডিফেন্ডারের জন্ম লন্ডনে। মাদারওয়েলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক। পরে ব্রেন্টউউ, ব্রেইনট্রি এবং ক্রিউ এর হয়ে খেলেছেন সম্ভাবনাময় এই ফুটবলার। ক্রিউতে খেলেছেন মাত্র একটা মৌসুম। এরপর গত জানুয়ারিতে যোগ দিয়েছিলেন মোরাকাম্বেতে।

ক্রিউ ছেড়ে মোরাকাম্বেতে যোগ দেওয়ার পর মাত্র তিন ম্যাচ মাঠে নেমেছিলেন তিনি। এমবুলু খেলতেন ইংল্যান্ডের চতুর্থ স্তরের পেশাদারী ফুটবল লিগের লিগ দুইয়ে।

এমবিলুর মৃত্যুতে শোকবার্তা দিয়েছে তার ক্লাব মোরাকাম্বে।

এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এমবুলু আমাদের স্কোয়াডে খুব জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। অসময়ে তার চলে যাওয়া সবাইকে ধাক্কা দিয়েছে। আমরা তার অকাল মৃত্যুতে গভীর লোক জানাচ্ছি।’

ইংলিশ ফুটবলার মারা গেছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর