Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিসিআইকে সতর্ক করল আইসিসি


২৭ মে ২০২০ ১৪:১৫

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র মধ্যে শীতল যুদ্ধ চলে আসছে সেই ২০১৬ সাল থেকে। চার বছর পেরিয়ে গেলেও সেই যুদ্ধের সমাপ্তি এখনো ঘটেনি। আর তাতেই ২০২১ সালে টি-টোয়েন্টি এবং ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা থেকে বঞ্চিত হওয়ার সম্ভবনা জেগেছে ভারতের।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিসিসিআই’র দায়িত্ব ছিল ভারত সরকারের কাছ থেকে আইসিসি’র কর মৌকুফ করানোর। তবে এখন পর্যন্ত সে কাজটা তারা করতে ব্যর্থ হয়। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে প্রায় ২৫০ কোটি টাকার লোকসান গুণতে হয়েছিল আইসিসিকে। আগামী বছরেও যদি ভারত সরকারের ট্যাক্স অব্যাহতি না পাওয়া যায় তবে সে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৮ হাজার কোটি টাকায়।

বিজ্ঞাপন

আর তাই তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন সে ব্যবস্থা বিসিসিআই করে সে জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে আইসিসি। আর এমনটা করতে ব্যর্থ হলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজনের হুমকি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, আইসিসি এবং বিসিসিআই গত দুইমাস ধরে নিজেদের মধ্যে ই-মেইল চালাচালি করেছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কর অব্যাহতির বিষয়ে। গত ১৮ মে’র মধ্যে এ বিষয়ে জানানোর জন্য শেষ সময়সীমা দিয়েছিল আইসিসি। কিন্তু বিসিসিআই সময়সীমা চায় ৩০ জুন পযর্ন্ত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এ অনুরোধ মেনে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আইসিসি-বিসিআইয়ের এই দ্বন্দ্বের ফলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বিসিসিআই যদি ভারত সরকার থেকে ট্যাক্স অব্যাহতি না এনে দিতে পারে এবং আইসিসি যদি নিজেদের অবস্থানে অটল থাকে তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ পাল্টে গেলেও যেতে পারে। এমনকি আইসিসি ভাবনায় রেখেছে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নিয়েও।

বিজ্ঞাপন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বন্দ্ব বিসিসিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর