আইসিসি প্যানেল আম্পায়ার ও তার পরিবারের ওপর হামলা
২৭ মে ২০২০ ১৩:৪৬ | আপডেট: ২৭ মে ২০২০ ১৪:১০
ঈদ-উল-ফিতর উপলক্ষে গতকাল আইসিসি’র প্যানেল আম্পায়ার তানভির আহমেদের মিট ফোর্ড রোডের দিগু বাবু লেন এর বাসায় এসেছিলেন তার ভাতিজী সাদিয়া ও তার তিন বছরের মেয়ে। তাদের আগমন দেখে এলাকার প্রভাবশালী কয়েকজন তানভিরের বড় ভাইকে ডেকে পাঠায়। ঔদ্ধ্যতার সঙ্গে তার কাছে জানতে চায় কেন করোনা পরিস্থিতির মধ্যে বাসায় অতিথি এল? তানভির আহমেদের বড় ভাই শাকিল আহমেদের তাদের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলছিলেন এবং বোঝাতে চেষ্টা করছিলেন যে স্রেফ ঈদ উপলক্ষেই তারা এসেছে। এবং তাদের কেউই করোনাক্রান্ত নন।
কিন্তু তারা কোনোভাবেই তার যুক্তি মেনে নিতে চাইছিলেন না। এরমধ্যে সেখানে হাজির হন তানভীর আহমেদ ও তার ছোট ভাই এজাজ আহমেদ। তাদের সঙ্গে ওই প্রভাবশালী গ্রুপ বিরুপ আচরণ করলে তর্কাতর্কি বেধে যায়। এবং এক পর্যায়ে তাদের ভেতর থেকে একজন তানভির আহমেদকে কলার ধরে বসেন। সেটা দেখে ছোট ভাই এজাজ এর প্রতিবাদ করতে গেলে সাজ্জাদ নামের একজন পেছন থেকে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন।
সঙ্গে সঙ্গে সজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এজাজ। শুরু হয়ে যায় ডাক্তার খোঁজাখুঁজি। একেতো করোনাকাল তার ওপর আবার ঈদের ছুটি। সবমিলিয়ে ডাক্তার খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে তানভির ও তার পরিবারকে। তবে শেষমেষ একজনকে পেয়েছেন। তিনি এসে এজাজ আহমেদকে দেখে তিনি পরামর্শ দেন, যদি বমি হয় তাহলে সিটিস্ক্যান করাতে হবে। কিন্তু আস্তে আস্তে এজাজ সুস্থ হয়ে উঠলে তার আর করতে হয়নি।
বুধবার (২৭ মে) সারাবাংলাকে এতথ্য দিলেন তানভির আহমেদ নিজেই।
তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে আমার ভাতিজী সাদিয়া তার তিন বছরের মেয়েকে নিয়ে এসেছে। তো মহল্লার প্রভাবশালী কয়েকজন সেটা দেখে আমার পরিবারের বড় ভাই শাকিল আহমেদকে ডাকায়। ডাকানোর পরে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তারা বলছে কেন আসল, কেনই বা বাসায় ঢুকতে দেওয়া হলো? সেখানে আমার ছোট ভাইও ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার ছোট ভাইয়ের গায়ে হাত তোলে। এরপরে মারামারি শুরু করে দেয়। শুরুতে আমাকে কলার ধরে টান দেয়। আমি ততটা আহত হইনি। আমার ছোট ভাইকে সাজ্জাদ নামের একজন পেছন থেকে বাঁশ দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে বাসায় নিয়ে আসি। অবস্থা খারাপ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়ার সিদ্ধান্ত নেই। এখন তো ডাক্তারও পাওয়াও যায় না। অনেক কষ্ট করে একজন ডাক্তার যোগাড় করলাম। তিনি বললেন বমি করলে সিটিস্ক্যান করতে হবে। তবে এখন সে ভালো আছে।’
করোনা পরিস্থিতিতে বেড়ানো নিয়ে তানভির আহমেদের যুক্তি হলো, ‘সরকার তো আর আইন করে বলেননি যে কারো বাসাতেই যাওয়া যাবে না। তারা অনুরোধ করেছেন। কিন্তু এলাকার এই ছেলেগুলো সেটা না বুঝেই আমাদের ওপর হামলা করে আমাদের ঈদটাই নষ্ট করে দিল।’
আইসিসি আম্পায়ার টপ নিউজ তানভির আহমেদ পরিবারের ওপর হামলা বিসিবি