না ফেরার দেশে কারাতে বিচারক জুয়েল
২৬ মে ২০২০ ১৯:৫৩ | আপডেট: ২৬ মে ২০২০ ২৩:২২
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ কারাতে রেফারী এসোসিয়েশনের কো-চেয়ারম্যান, এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারী ও সাউথ এশিয়ান কারাতে রেফারী এসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান হুমায়ুন কবীর জুয়েল আর নেই।
আজ মঙ্গলবার (২৬ মে) সকালে ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে না ফেরার দেশে চলে গেছেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। শোক জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মাননীয় মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা বিওএ’র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিওএ।
সারাবাংলা/জেএইচ