Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির সঙ্গে আবারও বিতর্কে সেতিয়েন


২৬ মে ২০২০ ১৩:০১

এই তো ২০২০ সালেই শুরুর দিকেই বার্সেলোনার ডাগ আউটের দায়িত্ব নিয়েছেন কিকে সেতিয়েন। আর এর মধ্যেই দুই দফায় বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন সেতিয়েন। এবার অবশ্য মেসিই প্রথম তীরটা ছুঁড়েছেন। মন্তব্য করে বসেছেন সেতিয়েনের খেলার ধরন নিয়ে। মেসির কথার এবার জবাবও দিয়েছেন সেতিয়েন।

কিছুদিন আগে স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি দলের খেলার ধরন নিয়ে মন্তব্য করে বসেন। মেসি মনে করেন বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলছে সেই খেলা দিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব নয়। অন্যদিকে সেতিয়েন বলেছিলেন বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জয়ের মতো ফুটবলই খেলে আসছে। আর বিতর্ক শুরু এখানেই।

বিজ্ঞাপন

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব-১৬ এর প্রথম লেগে নাপোলির বিরুদ্ধে ইতালিতে ড্র করে ফিরেছিল বার্সা। আর দ্বিতীয় লেগের খেলার আগেই করোনা মহামারি শুরু হয় ফলে ঘরের মাঠে খেলা আর মাঠে গড়ায়নি বার্সেলোনার। তারপরেই নতুন ম্যানেজারের ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন তোলেন মেসি। জানিয়ে দেন, বার্সেলোনা তার তত্ত্বাবধানে এখন যে ধরনের ফুটবল খেলছে, তাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়।

কিকে সেতিয়েন মেসির কথার তার পাল্টা জবাব দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে বলেছেন, ‘মেসির কথায় বিতর্কের সূত্রপাত হয়েছে। চ্যাম্পিয়নস লিগ আমরা জিততে পারি। এই বিশ্বাস আমাদের রয়েছে। তবে আমাদের খেলায় আরও উন্নতি দরকার। তবে শিরোপা জয়ের জন্য দলের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’

উল্লেখ্য, মেসি যখন সেতিয়েনের খেলার ধরন নিয়ে মন্তব্য করেছিলেন, তখন  জানিয়েছিলেন, দলের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তার মনে নেই। কিন্তু সেতিয়েনের কোচিংয়ে বার্সার খেলার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট নন। ওই সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‍‘’মনে হয়, সেতিয়েন আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। শেষ ম্যাচে যে ছন্দে আমরা খেলেছিলাম তা দেখেই মনে হয়েছে, চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য আমরা উপযুক্ত নই। দল নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চলতি মৌসুমে যে শিরোপার লড়াই বাকি রয়েছে, তাতেও আমরা জয়ী হতে পারি। কিন্তু যে ছন্দে শেষ ম্যাচ খেলেছি, সে ভাবে বাকি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।’

বিজ্ঞাপন

মেসি আরও বলেন, ‘সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমি অনেক ভাগ্যবান যে প্রতি বছর চ্যাম্পিয়নস লিগে খেলি। সেই সুবাদেই এটা বলতে পারি, যেভাবে শেষ কয়েকটি ম্যাচে খেলেছি, তাতে আমাদের পক্ষে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করা সম্ভব না।’

কিকে সেতিয়েন কোচ বার্সেলোনা বিতর্কে লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর