Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগার নতুন সময়সূচি


২৪ মে ২০২০ ১৪:১৫ | আপডেট: ২৪ মে ২০২০ ১৪:১৬

শনিবার (২৩ মে) স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষনা দিয়েছিলেন আগামি ৮ জুন থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে লা লিগার স্থগিত হয়ে থাকা মৌসুমের বাকি খেলা। লা লিগার এখনও বাকি আছে আরও ১১ রাউন্ডের খেলা। আর ৮ জুন থেকে শুরু করে ২৫ জুলাইয়ের মধ্যেই শেষ হবে এবারের মৌসুম।

শিরোপার প্রতিযোগিতা:

লা লিগার এবারের মৌসুমের ২৭ রাউন্ড শেষ হলেও শীর্ষস্থান নিয়ে চলছে তুমুল লড়াই। একবার বার্সেলোনা শীর্ষে তো একবার রিয়াল মাদ্রিদ শীর্ষে। লিগ স্থগিত হওয়ার আগে অবশ্য রিয়ালের থেকে ২ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল কাতালান ক্লাব। অবশ্য কেবল শিরোপার লড়াইটাই নয়, জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার লড়াইটাও। পয়েন্ট টেবিলের ৩য় থেকে ৭ম স্থানে থাকা ক্লাবগুলোর মধ্যে ব্যবধান কেবল ৫ পয়েন্টের। লড়াইটা জমজমাট রেলিগেশন জোনেও।

লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস আগে থেকেই চাচ্ছিলেন ১২ জুন থেকে লা লিগা শুরু করতে। তবে সেই সময়ের আগেই স্প্যানিশ সরকার অনুমতি দেওয়ায় বরংচ ভালোই হয়েছে লা লিগার জন্য। ২৮তম রাউন্ডে সেভিয়া বনাম রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে লা লিগার যাত্রা।

২৮তম রাউন্ডের সম্পূর্ণ ফিক্সচার:

এস্পানিওল বনাম আলাভেজ

রিয়াল সোসিয়েদাদ বনাম ওসাসুনা

অ্যাথলেটিক ক্লাব বিলবাও বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

সেল্টা ভিগো বনাম ভিয়ারিয়াল

লেগানেস বনাম রিয়াল ভায়োদোলিদ

মায়োর্কা বনাম বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ বনাম এইবার

ভ্যালেন্সিয়া বনাম লেভান্তে

গ্রানাডা বনাম হেতাফে

সেভিয়া বনাম রিয়াল বেতিস।

লিগ প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস বলেন, ‘আমরা কয়েকদিনের মধ্যেই লিগের সময়সূচি নির্ধারণ করে ফেলবো। এবং লিগের সঠিক সময়সূচি প্রকাশ করা হবে।’ এর আগে উয়েফা জানান দিয়েছিল ২৫-২৬ জুলাইয়ের মধ্যে সকল ঘরোয়া লিগ শেষ করতে হবে। যাতে করে আগস্ট মাসের পুরো সময়টা উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য বরাদ্দ থাকে।

বিজ্ঞাপন

বাকি ম্যাচগুলোর সম্ভাব্য সময়সূচি:

২৯তম রাউন্ড- ১৯-২১ জুন,

৩০তম রাউন্ড- ২৩-২৫ জুন,

৩১তম রাউন্ড- ২৬-২৮ জুন,

৩২তম রাউন্ড- ৩০জুন-২ জুলাই,

৩৩তম রাউন্ড- ৩-৫ জুলাই,

৩৪তম রাউন্ড- ৭-৯ জুলাই,

৩৫তম রাউন্ড- ১০-১২ জুলাই;

৩৬তম রাউন্ড- ১৪-১৬ জুলাই;

৩৭তম রাউন্ড- ১৭-১৯ জুলাই;

৩৮তম রাউন্ড- ২৪-২৬ জুলাই।

নতুন সময়সূচি সময়সূচি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর