Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলার অনুভূতি জানালেন তামিম


২২ মে ২০২০ ১৬:১০ | আপডেট: ২২ মে ২০২০ ১৬:১৪

উপমহাদেশে দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে মাঠে দারুণ কিছু মুহূর্ত আছে তামিম ইকবালের। ক্যারিয়ারের শুরুতে বিশ্ব ক্রিকেটে আলাদাভাবে পরিচিতি পেয়েছিলেন ভারতের বিপক্ষে খেলেই। ২০০৭ বিশ্বকাপে জহির খানদের তুলধুন করে ৭ চার ২ ছয়ে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলে আগমনী বার্তা দিয়েছিলেন তামিম। তারপর ভারতের বিপক্ষে আরও অনেক ভালো ইনিংস খেলেছেন। পাকিস্তানের বিপক্ষেও মাঠে তার অনেক স্মরণীয় ইনিংস আছে। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা (খুলনা টেস্টে ২০৬) পাকিস্তানের বিপক্ষেই খেলা। তামিম বললেন, ভারত পাকিস্তানের বিপক্ষে খেলা দারুণ অনুভূতির।

বিজ্ঞাপন

সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তামিম। রমিজ প্রশ্ন করেছিলেন, ভারত নাকি পাকিস্তান— কোন দলের বিপক্ষে খেলতে বেশি ভালো লাগে?

তামিম বলেন, ‘দেখুন, ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলা সবসময়ই দারুণ অনুভূতি। আপনি ভারতের বিপক্ষে ভালো খেললে রাতারাতি তারকা বনে যাবেন। পাকিস্তানের বিপক্ষেও একই বিষয়। কারণ পাকিস্তানেও ক্রিকেটের প্রতি উন্মাদনা প্রচুর। আপনি যদি পাকিস্তানের বিপক্ষে ভালো করেন, তাহলে দেশে অনেক ভালোবাসা পাবেন। আপনি পাকিস্তানি কি না সেটা মুখ্য নয়, আমি পেশোয়ারের (পিএসএলের দল) হয়ে ভালো খেলেছিলাম তখন আমার অনেক সমর্থক হয়েছিল। তারা আমাকে শুভকামনা জানায়।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভারত অনেক বড় দেশ। আপনি যখন ভারতের বিপক্ষে ভালো করবেন, তখন রাতারাতিই তারকা বনে যাবেন। এটা আপনি নিজেও জানেন। কারণ ভারতের বিপক্ষে আপনি অনেক ম্যাচ খেলেছেন এবং ভালোও করেছেন।’

২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তান গিয়েছিলেন তামিম। পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে আয়োজিত সেই ম্যাচ খেলতে গিয়ে যে ভালোবাসা পেয়েছিলেন, সেটাও উল্লেখ করেন বাংলাদেশি তারকা।

টপ নিউজ তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে খেলা ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলা ভারতের বিপক্ষে খেলা রমিজ রাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর