১৬শ ক্রিকেটার পেল বিসিবি’র ঈদ বোনাস
২১ মে ২০২০ ২২:১৫ | আপডেট: ২২ মে ২০২০ ০৯:৫৯
করোনাভাইরাস এদেশে সংক্রমণের শুরু থেকেই অসচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কখনো তাদের আর্থিক সহযোগিতার আওতায় এসেছেন অসচ্ছল ছেলে ক্রিকেটাররা। কখনো-বা অসচ্ছল মেয়ে ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঈদুল ফিতরের আগে করোনা কালে সৃষ্ট পরিস্থিতিতে আরো একবার আর্থিক সহযোগিতা দিল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ মে) প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬শ ক্রিকেটারকে আর্থিক প্রণোদনা প্রদান করেছে বিসিবি।
ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটাররা পেয়েছেন ১০ হাজার টাকা করে। আর দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের ৮ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) রাতে সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি জানান, ‘একটু সময় লেগেছে আমাদের। প্রথমে আমরা ক্লাবের কাছ থেকে প্লেয়ারদের নাম ও বিকাশ নাম্বার নিয়েছি। ব্র্যাক ব্যাংকের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা করেছি। বিকাশ নাম্বার থাকাতে বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। প্রিমিয়ার ডিভিশন আর প্রথম বিভাগ লীগের ক্রিকেটারদের ১০ হাজার করে আর দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের ৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
করোনাকালে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। করোনাভাইরাস এদেশে সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা দাঁড়িয়েছে অসচ্ছল ক্রিকেটার ও স্বল্প আয়ের বোর্ড কর্মচারিদের পাশে। তবে শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ক্রিকেট পরিবার এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাল-সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন।
বলা বাহুল্যই হবে যে শুধুই অসচ্ছল ক্রিকেট পরিবারের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ক্ষান্ত থাকেনি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন। ক্রিকেটের বাইরের ডিসিপ্লিনের ক্রীড়াবিদরাও তাদের সহযোগিতার আওতায় এসেছেন। এইতো বুধবার (২০ মে) জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য ১০ হাজার টাকার ৫০১টি চেক প্রদান করেছে বিসিবি। যেখানে মোট প্রদত্ত আর্থের পরিমাণ ৫০ লাখ ১০ হাজার টাকা।
এবার ১৬শ ক্রিকেটার পেল ঈদ বোনাস।
১৬শ ক্রিকেটারের ঈদ বোনাস করোনাকালে টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)