Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বার্সেলোনার আরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিৎ ছিল’


২১ মে ২০২০ ২১:৫৮

বার্সেলোনা সব মিলিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মোট পাঁচবার। তার মধ্যে লিওনেল মেসি খেলা অবস্থাতেই চারবার। তবে এতে খুশি নন আন্দ্রেস ইনিয়েস্তা। মেসি খেলা অবস্থায় বার্সার আরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিৎ ছিল বলে মনে করছেন বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি।

ইনিয়েস্তা বলেন, ‘বার্সেলোনা যে ধরনের দল গঠন করে তাতে আমি মনে করি তাদের আরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিৎ ছিল। বিশেষ করে ওই দলে মেসি থাকায়।’

বিজ্ঞাপন

মেসি বার্সেলোনার মূল দলে খেলা শুরু করেছেন ২০০৪ সাল থেকে। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জেতে তার পরে বছরেই। এরপর ২০০৯, ২০১১, ২০১৫ সালে বার্সাকে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার শিরোপাটি জিতিয়েছেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে মেসি কতটা অবদান রাখেন ইনিয়েস্তা খুব কাজ থেকেই সেটা দেখেছেন। ২০১৮ সালে চীনা ফুটবলে পাড়ি জমানোর আগে বার্সায় দুজন একসঙ্গে খেলেছেন ১৪ বছর।

ইনিয়েস্তা বলেন, ‘সে যতভাবে সম্ভব পার্থক্য তৈরি করে দেয়। সে গোলের হ্যাটট্রিক করে, আবার হ্যাটট্রিক অ্যাসিস্টেরও যোগান দেয়। যদি গ্যালারি থেকে এসব দেখা উপভোগ্য হয়, তবে বুঝে নিন, কাছ থেকে দেখাটা আরও অনেক বেশি উপভোগ্য। আমার কাছে একারণেই সে এক নম্বর, সে একাই যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে।’

তবে সমসাময়িককালে অন্য ক্লাবগুলোও যে দুর্দান্ত প্রতিযোগিতা করেছে সেটাও স্বীকার করতে ভুলেননি ইনিয়েস্তা। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকেও কৃতিত্ব দিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি, ‘ফুটবল এরকম কঠিন। আপনাকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়, যাদের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাই গুরুত্বপূর্ণ হলো, আপনি যখনই জিতবেন, তখনই আপনাকে বিষয়টা পুরোপুরি উপভোগ করতে হবে।’

বিজ্ঞাপন

ইনিয়েস্তা চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর