Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোল্ডিংদের অর্থ আত্মসাৎ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড


২১ মে ২০২০ ১৩:২২

ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক ক্রিকেটারদের উপহারের অর্থ আত্মসাৎ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এমন অভিযোগ এনেছেন কিংবদন্তী ক্রিকেটার মাইকেল হোল্ডিং। সাবেক এই পেসার জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের জন্য ৫ লাখ ডলার অর্থ উপহার দিয়েছিল আর সেই অর্থই আত্মসাৎ করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

সম্প্রতি একটি ইউটিউব শোতে এসেছিলেন এই কিংবদন্তী সেখানেই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এই অভিযোগ আনেন হোল্ডিং। তিনি বলেন, ‘২০১৩-১৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ৫ লাখ ডলার উপহার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে প্রদান করেছিল। আর ভারতের দেওয়া এই অর্থ সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটারদের পেছনে খরচ করার কথা ছিল। কিন্তু সেটা কি হয়েছে?’

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এমন কাজের তীব্র কটাক্ষ করে নিজেই জানিয়েছেন প্রশ্নের উত্তর। হোল্ডিং বলেন, ‘আমি নিজেই ওয়েস্ট ইন্ডিজের একজন সাবেক ক্রিকেটার। আমার কোনো কিছু চাই না। কিন্তু আমি অনেককে চিনি যারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলেছে কিন্তু আমাদের উপহারের সেই ৫ লাখ ডলারের থেকে একটি টাকাও কেউ চোখে দেখেনি। যদি সত্যি সাবেক ক্রিকেটারদের এই অর্থ বোর্ড প্রদান করত তবে তারা হৈচৈ ফেলে দিত।’

তাহলে বিসিসিআই’র উপহারের ৫ লাখ ডলার গেল কোথায়? এই ঘটনা খুলে বলতে গিয়ে জানালেন সেই অর্থ কোথায় গেছে সেই কাহিনীও। হোল্ডিং জানান, ‘বোর্ডের অডিট রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হয়নি?’

৬৬ বছর বয়সী সাবেক ফাস্ট বোলার সেই নিরীক্ষা প্রতিবেদন নিজের হাতে নিয়ে আক্রমণ চালিয়ে গেছেন। প্রতিবেদনে যতই তিনি চোখ বুলাচ্ছেন ততই রাগে ফেটে পড়ছেন। এরপর বলেন, ‘ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী সকলেই দাবি তুলেছেন স্বচ্ছ ভাবে যেন অডিট রিপোর্ট তৈরি হয়। কিন্তু সে সব কিছুই হয়নি।’

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত বিসিসিআই’র উপহারের ৫ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অর্থ আত্মসাৎ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মাইকেল হোল্ডিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর