Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা-যুদ্ধে অর্থ যোগাতে ফিফার ফুটবল ম্যাচ আয়োজন


২০ মে ২০২০ ১৪:২৬

করোনা-যুদ্ধে অর্থ যোগাতে তারকা ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা ভাবছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা বড় অঙ্কের অনুদানের লক্ষ্যেই এই ম্যাচ আয়োজনের কথা ভাবছে। এর আগে করোনার কারণে আর্থিক ক্ষতিতে পড়া ফুটবল খেলুড়ে দেশগুলোর ফুটবল সংস্থাকে অর্থ প্রদান করেছে। এবারে বিশ্বজুড়ে দেশগুলো যেন এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রযুক্তি এবং ভ্যাকসিনের কাজ দ্রুততার সঙ্গে সচল রাখতে পারে সেদিকেই দৃষ্টি ফিফা’র।

বিজ্ঞাপন

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘আমরাস সকলে এক সঙ্গে কাজ করলে এই মহামারীর বিপক্ষে লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। ফিফা’র পক্ষ থেকে ইতোমধ্যেই আমরা বেশ কিছু ক্যাম্পেন করেছি মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে। এবার আমরা চাইছি এই মহামারীর বিপক্ষে লড়াই আর্থিকভাবেই সাহায্য করতে। আর আমরা সেই উদ্দেশ্য নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা ভাবছি।’

ফিফা অবশ্য ছোটখাটো কোনো সাহায্যের কথা ভাবছে না, তারা বৃহৎ পরিসরে আর্থিক সাহায্য প্রদানের ভাবনা নিয়েই এগুচ্ছে। কেবল ফুটবল বিশ্ব থেকেই এই অর্থ আদায় নয়, এর বাইরে থেকেও অর্থ সংগ্রহের চিন্তা করছে ফিফা।

ফিফার নির্বাহী কর্মকরতা মাউরিসিও ম্যাকরি বলেন, ‘বিশ্বব্যাপী শুধু ফুটবলের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানই নয়, সেই সঙ্গে বেসরকারি শেয়ারধারী এবং অন্যান্য সংস্থাকেও ফিফার এই ফুটবল ম্যাচের সঙ্গে অংশ নেওয়ার আহ্বান। কেবল এই করোনাভাইরাসই নয়। পরবর্তীতেও যেন গোটা বিশ্ব এই ধরনের একটা ভাইরাস বা অন্য যে কোনো মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, সেই দিকটা নিশ্চিত করা।’

তাহলে কবে আয়োজিত হতে চলেছে এই ম্যাচটি আর কারাই বা অংশগ্রহণ করবেন এই ম্যাচে। এ ব্যাপারে ফিফার প্রধান নির্বাহী ইউরি জার্কফ বলেন, ‘খুব শিগগিরই খেলার দিনক্ষণ এবং অংশগ্রহণকারীদের সকল তথ্য প্রকাশ করা হবে। এ নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে আমাদের। সব নির্ধারিত হয়ে গেলেই জানিয়ে দেওয়া হবে।’

করোনাভাইরাস প্রীতি ফুটবল ম্যাচ' ফিফা ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর