আম্ফান সুপার সাইক্লোনের মুখে দেশের ফুটবলাররা
২০ মে ২০২০ ০০:৫১ | আপডেট: ২০ মে ২০২০ ০০:৫২
জাহিদ-ই-হাসান, স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশের উপকূলে ধেঁয়ে আসতে থাকা সুপার আম্ফান সাইক্লোনের ফলে অস্থিরতা বিরাজ করছে পুরো দেশজুড়ে। করোনাভাইরাসের মহামারীর মধ্যে এই অনামন্ত্রিত আম্ফান ঝড় মানুষের দুর্ভোগ বাড়াবে নিঃসন্দেহে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথে উপকূল এলাকাগুলোয় মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে খুলনা, সাতক্ষীরাসহ বেশ কিছু উপকূলীয় এলাকাগুলোতে। বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে।
আশঙ্কা করা যাচ্ছে- বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এই সুপার সাইক্লোন। ঝড়ের ভয়াবহতা দেখে এই অঞ্চলগুলোতে ৭ নম্বর বিপদসংকেত ঘোষণা করা হয়েছে। অঞ্চলগুলো সাধারণ মানুষের পাশাপাশি প্রলয়ংকারী এই ঝড়ের মুখে আছেন দেশের কয়েকজন ফুটবলারও।
উপকূল অঞ্চলগুলোতে সাইক্লোনের মুখে কেমন আছেন এই জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা সেই খোঁজ নেয়ার সারাবাংলাডটনেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও নারী ফুটবলের তারকা তিন ফুটবলারের সঙ্গে কথা বলেছে এই প্রতিবেদক। সাতক্ষীরার দুই তারকা ফুটবলার সাবিনা খাতুন ও আলমগীর কবির রানা ও যশোরের ফয়সাল মাহমুদ জানিয়েছেন তাদের বর্তমান পরিস্থিতির অগ্রগতি।
করোনাভাইরাসের মহামারিতে দু’মাস থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও নারী ফুটবল লিগ বন্ধ। ক্যাম্প ছেড়ে ঘরবন্দী জীবন কাটাচ্ছেন ফুটবলার। এর মধ্যে দেশে হানা দিতে চলেছে আম্ফান সুপার সাইক্লোন। সাইক্লোনের মুখে ঘরবন্দী অবস্থায় আশঙ্কা ও অস্থিরতার মধ্যে দিন পার করছেন ফুটবলাররা।
আম্ফান সাইক্লোনের মুখে আপাতত নিরাপদেই আছেন বলে জানালেন নারী জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংসের তারকা ফুটবলার সাবিনা খাতুন, ‘বৃষ্টি হচ্ছে। ঝড় হালকা। আপাতত নিরাপদে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’
সাতক্ষীরার উপর দিয়ে এ সাইক্লোন ঝড় প্রলয়ংকারী হবে বুধবার বিকেল থেকেই। এখনই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে সেখানে। এই অবস্থায় সতর্ক আছেন বলে জানালেন বসুন্ধরা কিংসের ফুটবলার আলমগীর কবির রানা, ‘ঝড়-বৃষ্টি হচ্ছে। এখনও তো অবস্থা বোঝা যাচ্ছে না। আমি নিরাপদে আছি। বাসায় আছি। বুধবারে অবস্থাটা ডিফিকাল্ট হবে। কালকে জানা যাবে কী অবস্থা হতে পারে। আমরা তো একেবারে সুন্দরবনের পাশেই আছি। আমাদের টিএনও, এসিল্যান্ড ও এমপি সবাই সতর্ক করছেন। সবাইকে সচেতন করছেন। দেখা যাক কী হয়। আল্লাহর উপর ভরসা করে আছি।’
যশোরের নিজ বাড়িতেই অবস্থান করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ফয়সাল মাহমুদ। জানালেন, ‘বৃষ্টিপাত হচ্ছে। আবাসিক এরিয়া তো। এই এলাকাটা একটু উঁচু। বিগত বছরে ঝড়টা ফেস করিনি। আল্লাহ যদি চায় ভাল থাকবেন। সুন্দরবনটাই প্রোটেক্ট করে থাকে।’
সারাবাংলা/জেএইচ
আম্ফান আলমগীর কবির রানা করোনা ফয়সাল মাহমুদ সুপার সাইক্লোন স্পোর্টস স্পেশাল