তামিমের এবারের চমক ওয়াসিম আকরাম
১৯ মে ২০২০ ০১:০৮ | আপডেট: ১৯ মে ২০২০ ০১:৫১
করোনাকালে দারুণে জমে উঠেছে তামিম ইকবালের লাইভ আড্ডা। দেশের গন্ডি ছাড়িয়ে যেখানে তিনি প্রতিনিয়তই হাজির করছেন বিশ্ব ক্রিকেটের নন্দিত সব তারকাদের। গত সপ্তাহে এসেছিলেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস, এরপর এলেন রোহিত শর্মা। আর সোমবা এলেন বিরাট কোহলি। মঙ্গলবারের আড্ডায় তার সঙ্গে যোগ দেবেন সুলতান অব সুইং ওয়াসিম আকরাম।
সতীর্থ মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, সৌম্য, লিটনের পর বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের প্রথম চমক ছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। এরপর চমকে দেন রোহিত শর্মাকে লাইভে এনে।
সর্বশেষ আজ (সোমবার) তার অতিথি ছিলেন বিশ্বসেরা তারকা, ভারত কাপ্তান- বিরাট কোহলি।
এদিন রাতে কোহলির সঙ্গে লাইভ শেষে তামিম ইকবাল ঘোষণা দেন মঙ্গলবারের লাইভে তার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম। তার সঙ্গে থাকবেন দেশের ক্রিকেটের তিন বড় তারকা জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।