Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঘুর গল্প শোনাতে ভুলেননি কোহলিও


১৮ মে ২০২০ ২৩:৪৯

দিন দুয়েক আগে তামিম ইকবালের লাইভ শো’তে এসেছিলেন রোহিত শর্মা। তামিমের শো’তে রঘুর গল্প শুনিয়েছিলেন তিনি। আর তার ঠিক দুদিন পর তামিমের শো’তেই অতিথি হয়ে এসেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর তিনিও ভুললেন না রঘুর গল্প শোনাতে। রঘু ভারতীয় জাতীয় দলের একজন বল থ্রোয়ার।

রঘু ভারতীয় দলের সঙ্গে আছেন ২০১১ সাল থেকে। এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্নে কর্নাটক থেকে মুম্বাই এসেছিলেন তিনি। সে স্বপ্ন পূরণ না হলে জড়িয়ে পড়েন সাপোর্ট স্টাফের কাজে। ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে তাকে দেখে মনে ধরে যায় শচীন টেন্ডুলকারের, ভালো লাগে রাহুল দ্রাবিড়েরও। তারপর থেকেই রঘু ভারতীয় ব্যাটসমানদের বড় এক সাহায্যকারী হিসেবে দলের সঙ্গে আছেন।

বিজ্ঞাপন

আর দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটারদের উন্নতিতে বেশ বড় ভূমিকা রেখে চলেছেন বল থ্রোয়ার রঘু। সোমবার (১৮ মে) ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে রঘুর ব্যাপারে প্রশ্ন করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জবাবে কোহলি বলেন, ‘আমি অনেকবার বলেছি অনেক সংবাদসম্মেলনেও বলেছি। ভারতীয় দলের ফাস্ট বল খেলার যে উন্নতি হয়েছে ২০১৩/২০১৪ সালের দিকে এই ব্যাপারে সবথেকে বড় ভূমিকা রঘুর। ও সহজেই ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল ছুঁড়তে পারে।’

কোহলি আরো বলেন, ‘রঘুর অনেক ইচ্ছা ছিল ভারতীয় দলের হয়ে খেলার কিন্তু সেটা হয়নি তাই সে দলকে এভাবে সাহায্য করছে। সে ক্রিকেট খুব ভালো বোঝে। যে কোন ক্রিকেটের পায়ের সমস্যা, কার ব্যাটিং ভালো হচ্ছে না। রঘু নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল ছোঁড়ে। আর ওকে নেটে খেলে ম্যাচে যখন খেলতে যাই তখন মনে হয় আমার শট খেলার জন্য আরো অনেক সময় আছে। আর এতে আমার ব্যক্তিগতভাবে অনেক উন্নতি সাহায্য হয়েছে।’

বিজ্ঞাপন

রঘুর গল্পের সঙ্গে সঙ্গে তামিম ইকবাল শোনালেন বাংলাদেশের দুইজন বল থ্রোয়ারের কথাও। তামিম বলেন, ‘আমাদেরও দুইজন খুব ভালো বল থ্রোয়ার আছে। ওদের এবার সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবারের আইপিএল এখনো শুরু হলো না। আর কবে শুরু হবে সেটাও জানা নেই।’

কেবল কোহলিই নয়, গত শুক্রবার তামিমের শো’তে এসে রঘুর গল্প শুনিয়েছিলেন রোহিত শর্মাও। তিনি বলেছিলেন, ‘রঘু নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন। তবে ক্রিকেটার হতে না পারলেও ক্রিকেট নিয়ে তীব্র আবেগেই খেলাটার সঙ্গে যুক্ত করে দিয়েছে তাকে। রঘু খুব গতিশীল। সে সব কিছু ছেড়ে কেবল (ভারতীয় ক্রিকেট) দলকে সাহায্য করতে এসেছে। যখন তার বয়স খুব কম ছিল, সে সব ছেড়ে ক্রিকেটে মন দিয়েছিল। কিন্তু ক্রিকেট খেলে বেশি দূর যেতে পারেনি। পরে সে ঠিক করল, যেকোনোভাবে সাহায্য করবে ক্রিকেটে। এরপর সে ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দেয়। তখন থেকেই সে এক ধাপ এগিয়ে ছিল এই কাজে।’

তামিম ইকবাল তামিমের লাইভ শো তামিমের সঙ্গে লাইভ আড্ডায় বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট টিম বল থ্রোয়ার রঘু রোহিত শর্মা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর