Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দেশ সেরা মোস্তাফিজ


১৮ মে ২০২০ ১৩:১৭

করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ সেই মার্চ থেকে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছিল গত মার্চের ১৩ তারিখে, সিডনিতে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। তবে আইসিসি তাদের র‍্যাংকিংয়ের হালনাগাদ কিন্তু বন্ধ রাখেনি। গতকাল টি-টোয়েন্টির প্লেয়ার র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে সবার উপরে আছেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

সম্প্রতি ফর্মে ফেরার যুদ্ধে থাকা মোস্তাফিজের গত জিম্বাবুয়ে সিরিজটা বেশ ভালোই কেটেছে। ওয়ানডে সিরিজে উইকেট বেশি না পেলেও রান খরচ করেছেন কম। টি-টোয়েন্টিতে উইকেটের দেখাও পেয়েছেন। দুই টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পেয়েছেন বাঁ-হাতি তরুণ পেসার। প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট, দ্বিতীয়টিতে ২৫ রানে ২ উইকেট। এতে টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে।

একধাপ উন্নতিতে ৩২ নম্বরে উঠে বসেছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৫২১। বোলিং র‍্যাংকিংয়ে একশ’র মধ্যে বাংলাদেশের আর তিনজন আছেন। ৪৭২ রেটিং নিয়ে ৪৯ নম্বরে আছেন অপর পেসার আল-আমিন হোসেন। অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম ৩৮২ রেটিং নিয়ে ৮৭ নম্বরে ও তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩৮০ রেটিং নিয়ে ৯০তম অবস্থানে আছেন।

বোলিং র‍্যাংকিংয়ের  শীর্ষ পাঁচে পরিবর্তন হয়নি। শীর্ষে যথারীতি আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনারের রেটিং পয়েন্ট ৭৩৬। এরপর সেরা পাঁচে যথাক্রমে মুজিব-উর-রহমান (আফগানিস্তান, ৭৩০ রেটিং), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া, ৭১৩), অ্যাস্টন অ্যাগার (অস্ট্রেলিয়া ৭১২) ও তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা ৬৮১)।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিং মোস্তাফিজুর রহমান র‍্যাংকিং