স্থগিত লিগটা পরিত্যক্ত ঘোষণা করলো বাফুফে
১৭ মে ২০২০ ১৫:৪১ | আপডেট: ১৮ মে ২০২০ ১১:৩৪
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভাগ্য নির্ধারণ করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিংহভাগ ক্লাবের সিদ্ধান্তই মেনে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটি।
ক্লাবের লোকসানের কথা বিবেচনায় রেখে স্থগিত হওয়া ২০১৯-২০ মৌসুমের পুরো লিগই বাতিল করে দিয়েছে ফেডারেশন। এতে করে লিগে কোনও দলের রেলিগেশন বা প্রমোশন বলে কিছু থাকছে না।
আজ রবিবার ফেডারেশনের ভবনে (১৭ মে) জরুরি বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটি।
বৈঠক শেষে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘লিগ যেহেতু অসমাপ্ত, মাত্র ছয়টি ম্যাচ বা পাঁচ ম্যাচ খেলা হয়েছে তাই লিগের সমাপ্তি টানা যাচ্ছে না। ক্লাবদের সঙ্গে পরামর্শ করেই লিগ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই লিগে কেউ চ্যাম্পিয়ন বা রেলিগেশন থাকছে না। যেহেতু লিগ পরিত্যাক্ত করা হয়েছে।’
তাছাড়া এ বছর স্বাধীনতা কাপও বাতিল করে দিয়েছে ফেডারেশন। অর্থাৎ চলতি মৌসুমে স্বাধীনতা কাপও মাঠে গড়াচ্ছে না।
সারাবাংলা/জেএইচ