আকবরের জার্সি-গ্লাভস বিক্রি হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকায়
১৬ মে ২০২০ ১৪:২১ | আপডেট: ১৬ মে ২০২০ ১৪:২৮
মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাটের পাশাপাশি বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আকবর আলীও তার প্রিয় স্মারক নিলামে তুলেছিলেন। বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে পরা জার্সি এবং ব্যাটিং গ্লাভস নিলামে তুলেছিলেন আকবর। তার জার্সি এবং গ্লাভস কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। অনলাইন মাধ্যম পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলা এই নিলামে ২ হাজার মার্কিন ডলার দাম হাঁকিয়ে কিনে নেন ওই প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় আকবরের জার্সি এবং গ্লাভসের দাম প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
পড়ুন: মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদি
গত বৃহস্পতিবার (১৪ মে) নিলাম শেষ হলেও একদিন পর শুক্রবার (১৫ মে) রাতে নিলামে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ‘স্পোর্টস ফর লাইফ’ ফেইসবুক পেজের লাইভে মুশফিকুর রহিম জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি তার ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন।
নিলামে পিকাবোর সঙ্গী ছিল নিবকো, তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি মো: রিয়াজুল ইসলাম জুয়েল ২ হাজার মার্কিন ডলার দিয়ে।
এছাড়া এই নিলামে মোসাদ্দেক হোসেনের ব্যাট, তরুণ ক্রিকেটার নাঈম শেখের ব্যাট নিলামে তোলা হয়। কেবল তাইই নয় সেই সঙ্গে দেশের অন্যতম ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের সংগ্রহ থেকে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বাংলাদেশী সকল ক্রিকেটারদের ছবি ও অটোগ্রাফযুক্ত ব্যাট সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজার অটোগ্রাফযুক্ত ক্যাপও নিলামে তোলা হয়।
এই স্মারকগুলো কে কিনেছে কিংবা ঠিক কত টাকা বিড করে জিতে নিয়েছেন সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি অনলাইন মাধ্যমটি। নিবকো জানিয়েছে, ‘অন্যান্য সামগ্রীগুলোর বিডারদের তথ্য যাচাই-বাছাই ও অর্থ জমা হওয়ার পর খুব দ্রুতই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।’ এই নিলামটি গত ৯ই মে রাত ১০ টা থেকে শুরু হয় এবং চলে ১৪ই মে বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত। এরপর শুক্রবার রাতে ঘোষণা করা হয় নিলামে বিজয়ী ব্যক্তিদের নাম।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলী জার্সি নিলামে নিলামে বিক্রি ব্যাটিং গ্লাভস