Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনে নিন বুন্দেস লিগার প্রথম সপ্তাহের সূচি


১৬ মে ২০২০ ১৩:৩৪

অপেক্ষার পালা শেষ হয়ে এলে, শনিবার (১৬ মে) রাতে দুই মাস বন্ধ থাকার পর আবারো মাঠে গড়াচ্ছে জার্মান বুন্দেস লিগা। করোনাভাইরাসের প্রকোপে ফুটবল বন্ধ হয়ে পড়েছিল মার্চের মাঝামাঝিতে। তারপর ফুটবলের জনপ্রিয় লিগগুলোর মধ্যে বুন্দেস লিগাই সবার আগে মাঠে গড়াচ্ছে।

অনেক কঠোর নিয়মের মধ্য দিয়েই পুনরায় মাঠে ফিরছে বুন্দেস লিগা। করোনা পরবর্তীতে লিগ চালুর জন্য ৫১ পৃষ্ঠার একটি নির্দেশিকা প্রদান করেছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)। এতে বলা হয়েছে সপ্তাহে অন্তত দুইবার সকল খেলোয়াড়কে করোনা পরীক্ষা দিতে হবে। হোটেল থেকে মাঠে আসা বা ড্রেসিংরুমে বসার সময় প্রত্যেকের তিন ফুট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

মাঠে উদযাপন নিষিদ্ধ। পরস্পরের হাত মেলানোও যাবে না। বেঞ্চে থাকা ফুটবলার, কোচিং স্টাফসহ অন্যদের অবশ্যই মাস্ক পরতে হবে। মাঠে দর্শক সমাগম পুরোপুরি নিষিদ্ধ। খেলোয়াড়, কোচ, রেফারি, ম্যাচ কর্মকর্তা, সংবাদকর্মী, ফটোগ্রাফার, বল বয়, নিরাপত্তাকর্মী সব মিলিয়ে মাঠে সর্বোচ্চ ৩০০ জন উপস্থিত থাকতে পারবে।

করোনা পরবর্তী সময়ে ঘন ঘন ম্যাচ খেলতে হবে ফুটবলারদের। ফলে খেলোয়াড়দের চোট ঝুঁকি এড়াতে আপাতত তিন জনের বদলে পাঁচজন বদলির সুযোগ করে দিয়েছে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। বুন্দেস লিগা দিয়ে চালু হচ্ছে সেই নিয়ম।

শনিবার লিগ শুরু হওয়ার প্রথম দিনে মাঠে নামবে ১২টি দল। তার মধ্যে বড় আকর্ষণ বরুশিয়া ডর্টমুন্ড ও শালকের ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট-২ চ্যানেল। একই সময়ে শুরু হতে যাওয়া লাইপজিগ ও ফ্রেইবুর্গের মধ্যকার ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট-১ চ্যানেল।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১০টায় ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে ম’গ্লাডবাখ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট-২ চ্যানেল।

জেনে নিন বুন্দেসলিগার এক সপ্তাহের সূচি:

১৬ মে (শনিবার)

অগসবুর্গ-ভলফসবুর্গ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)

বরুসিয়া ডর্টমুন্ড-শালকে (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট-১)

ডুসেলডর্ফ-পাডেরবর্ন (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট-২)

হফেনহেইম-হার্থা বার্লিন (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)

লাইপজিগ-ফ্রেইবুর্গ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)

ফ্রাঙ্কফুর্ট-ম’গ্লাডবাখ (রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট-২)

১৭ মে (রোববার)

কোলন-মেইনজ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট-২)

ইউনিয়ন বার্লিন-বায়ার্ন (রাত ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট-২)

১৯ মে (মঙ্গলবার)

ব্রেমেন-লেভারকুসেন (রাত ১২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট-২)।

জার্মান বুন্দেস লিগা পুনরায় শুরু বুন্দেস লিগা সময় সূচি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর