বাবা হারালেন হকির কামাল
১৬ মে ২০২০ ১৩:১২ | আপডেট: ১৬ মে ২০২০ ১৫:৩২
ঢাকা: জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলামের বাবা হাজী নুরুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পুরান ঢাকায় নিজ বাড়িতে তিনি আজ শনিবার (১৬ মে) ভোরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চার সন্তানের জনক ছিলেন।
আজ বাদ জোহর মৃতের মাগফেরাত কামনা করে পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত তারা মসজিদে জানাজা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
কামালের পিতার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে হকি প্রাঙ্গণে। মৃত বাবার জন্য সবার দোয়া চেয়েছেন সাবেক এই হকি খেলোয়াড় ও সংগঠক।