Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবিটহোলে আসছে ‘ক্রিকাড্ডা’— ১ম পর্বে থাকছেন ইমরুল কায়েস


১৫ মে ২০২০ ২১:১৬ | আপডেট: ১৫ মে ২০২০ ২৩:১৩

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের এই দুঃসময়ে থেমে আছে স্বাভাবিক জীবনযাত্রা। থেমে আছে ক্রিকেটেরও সব আয়োজন। সবধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ থাকায় সারা বিশ্বের মত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মিলেছে অখণ্ড অবসর। এই অপ্রত্যাশিত অবসরে অনেক খেলোয়াড়ই তাই নিজেকে ব্যস্ত রেখেছেন নানা কাজে। সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রায় প্রতিদিনই সাবেক ও বর্তমান দেশি-বিদেশি সতীর্থদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডার আয়োজন করে আলোচনায় এসেছেন।

বিজ্ঞাপন

তেমনি ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক আড্ডার আয়োজন নিয়ে আসছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জনপ্রিয় দল ‘গাজী গ্রুপ ক্রিকেটার্স’। ক্রীড়া সাংবাদিক তায়িব অনন্তের উপস্থাপনায় দেশের জনপ্রিয় র‍্যাবিটহোলবিডির প্ল্যাটফর্মে আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেটার্স গসিপ শো ‘গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রেজেন্টস- ক্রিকাড্ডা উইথ অনন্ত’।

জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেট ব্যক্তিত্বদের নিয়ে এই আয়োজনটি প্রচারিত হবে রাত সাড়ে ১১ টায় র‍্যাবিটহোলবিডি ফেসবুক পেইজে (facebook.com/rabbitholebd) এবং র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে (Rabbitholebd Youtube Channel)

শুক্রবার (১৫ই মে) রাতে প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। জাতীয় দলে অনেকটাই অনিয়মিত হয়ে পড়া ইমরুলের সঙ্গে নানা বিষয়ে কথা বলবেন তায়িব অনন্ত। আড্ডায় উঠে আসবে ইমরুল কায়েসের ক্রিকেট ক্যারিয়ারের উত্থান-পতন, জাতীয় দলের অভিজ্ঞতা এবং প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। থাকবে নানা অজানা চমক এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ইমরুল কায়েসের ভাবনা।

ইমরুল কায়েসকে জানতে, তার সঙ্গে আড্ডা দেখতে চোখ রাখুন র‍্যাবিটহোলবিডি ফেসবুক পেইজ ও ইউটউব চ্যানেলে।

ক্রিকাড্ডা র‍্যাবিটহোলবিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর